June 4, 2023, 4:27 am
শিরোনামঃ
আমেরিকায় না গেলে কিচ্ছু যায় আসে না, আরও মহাদেশ আছে: প্রধানমন্ত্রী ধামরাইয়ে “চাউনস” এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প বাজেট নিয়ে সমালোচনা লুটপাটকারীদের মুখে শোভা পায় না: ওবায়দুল কাদের কবি নজরুল কলেজ ছাত্রলীগ সভাপতির ‘আত্মহত্যা’ ডিবিপি বনিক সমিতির গরু ছাগল হাট উদ্ভোদন করা হয়েছে রাজবাড়ীতে গ্রামবাসীর বিরুদ্ধে অর্ধ শতাধিক মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে মানববন্ধন প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে কৃষক লীগের আনন্দ শোভাযাত্রা ঝিনাইদহে স্বামী হত্যায় দায়ে স্ত্রীর যাবজ্জীবন প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের স্বার্থ নাই : বাংলাদেশ ন্যাপ ১০ বছর চাঁদা দিলে পাওয়া যাবে আজীবন পেনশন

নড়াইল জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে আলোচনায় আর কে মুক্তা

Reporter Name
  • Update Time : Monday, September 5, 2022
  • 404 Time View

মোঃ ইব্রাহিম হোসেনঃ আসন্ন নড়াইল জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে সম্ভব্য প্রার্থীদের প্রচার প্রচারণা চলমান রেখেছেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ভোট গ্রহন আগামী ১৭ অক্টোবর ২০২২ রোজ সোমবার। এ নির্বাচনকে ঘিরে নড়াইল জেলা পরিষদ নির্বাচনে একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তবে নড়াইল জেলা পরিষদের সকল সদস্য পদপ্রার্থীদের চেয়ে ভোটাদের ব্যতিক্রমী প্রচার প্রচারণায় ও ভোটাদের মৌখিক সমর্থনে এগিয়ে ও আলোচনায় রয়েছেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় জাতীয় কমিটির সদস্য, ঢাকা জেলা উত্তর কৃষক লীগের যুগ্ম-আহবায়ক ও লোহাগড়া উপজেলা কৃষক লীগ সদস্য আর কে মুক্তা। তার পক্ষে নড়াইল জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের, চেয়ারম্যান ও সদস্যগণ প্রকাশ্যে আর কে মুক্তা এর পক্ষে ভোট ও সমর্থন কামনা করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের, চেয়ারম্যান, মেয়র সদস্যগণ জানান, নড়াইল জেলা পরিষদ নির্বাচন কে সামনে রেখে সকল প্রার্থীদের চেয়ে এগিয়ে রয়েছেন এ রাজনীতিবিদ আর কে মুক্তা।

জানা যায় আর কে মুক্তা জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের আদর্শে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনা নির্দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে উন্নত সমৃদ্ধ অসম্প্রদায়িক চেতনায় সোনার বাংলা গড়ে তোলার লহ্মে কাজ করে যাচ্ছেন।ছাত্র জীবন থেকেই সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।অনুসন্ধানে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, আর কে মুক্তা গরীবের বন্ধু হিসেবে আমাদের কাছে পরিচিত, তিনি যদি নড়াইল জেলা পরিষদে সদস্য আসতে পারে তাহলে নড়াইল সদর ৮ টি ইউনিয়ন ও লোহাগড়া উপজেলা ১২ টি ইউনিয়নের সাধারণ মানুষ তথা এলাকাবাসী উপকৃত হবে এবং উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত থাকবে।

আর কে মুক্তা খাস খবর বাংলাদেশকে জানান, আমি বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় জাতীয় কমিটির সদস্য ও লোহাগড়া উপজেলা কৃষক লীগ সদস্য হিসেবে সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি।আগামী নড়াইল জেলা পরিষদের সদস্য পদ প্রার্থী। আমার নির্বাচনী এলাকা লোহাগড়া উপজেলা ১২টি ইউনিয়ন ও নড়াইল সদর পৌরসভা সহ সদর ৮ টি ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও চেয়ারম্যান/ভোটারদের দোয়া ও সমর্থন প্রত্যশী।আপনাদের পাশে থেকে সেবা করার সুযোগ দিন।

উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার, মনোনয়ন বাছাই তারিখ ১৮ সেপ্টেম্বর রবিবার, মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিলের দায়ের দিন ১৯ ও ২১ সেপ্টেম্বর সোমবার ও বুধবার, আপিল নিস্পতি ২২ ও ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ও শনিবার, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৫ সেপ্টেম্বর রবিবার, প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর সোমবার, ভোট গ্রহন ১৭ অক্টোবর সোমবার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Dairy and pen distribution

ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102