April 26, 2024, 3:00 am
শিরোনামঃ
দুইশ কোটি মানুষকে মনোমুগ্ধ করছে বাংলাদেশের মোস্তাফিজ রাজধানীতে তীব্র গরমে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ কালুখালীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সচেতনামূলক সভা ডিস্ট্রিক্ট ৩১৫বি১ এর লায়ন্স ইন্টারন্যাশনাল লিও ইয়ুথ ক্যাম্প জয়যাত্রা অনুষ্ঠিত জনমত পারমাণবিক বোমাকে পরাজিত করে,নির্বাচন সত্যকে উপজেলা নির্বাচন থেকে আওয়ামীলীগের নতুন নেতৃত্ব উঠে আসবে গরু ও মাংস আমদানীর বিতর্কে অংশ নিতে চাইছিলাম না। ধর্ম নিরপেক্ষ ভারত কে বাঁচাতে,বিজেপি বিরোধী ঐক্য চাই তাপমাত্রা কমাতে যেসব পরামর্শ দিলেন চিফ হিট অফিসার বুশরা কৃষক লীগ নেতাদের গণভবনের শাকসবজি উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রীর জন্মদিন : প্রচারাভিযানে ওয়েব টিম

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Thursday, September 9, 2021
  • 334 Time View

২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। এ উপলক্ষ্যে ‘থ্যাংক ইউ পিএম’ ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। এতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে নিজের বক্তব্য ভিডিওতে ধারণ করে এবং সেটি প্রধানমন্ত্রীকে পাঠিয়ে এই প্রচার কার্যক্রমে অংশ নেয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।

জন্মদিনকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচির আয়োজন করবে।

আওয়ামী লীগের ওয়েব টিমের সমন্বয়কারী তন্ময় আহমেদ বলেন, দলের এসব কর্মসূচির পাশাপশি প্রধানমন্ত্রীর জন্মদিন এবং বাংলাদেশের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এএলবিডি ওয়েব টিম ‘থ্যাংক ইউ পিএম’ ক্যাম্পেইনের আয়োজন করছে।

তন্ময় বলেন, এএলবিডি ওয়েব টিমের নির্ধারিত বিন্যাস অনুযায়ী নিজের বর্ণিত ভিডিও প্রেরকের নাম, জেলা এবং সংগঠনের নাম উল্লেখ করে শুরু করতে হবে, মূল ভিডিও কোন সম্পাদনা ছাড়াই পাঠাতে হবে।

কেউ চাইলে একাধিক ভিডিও পাঠাতে পারবেন। ভিডিও পাঠানোর ঠিকানা opinion@albd.org.Google Drive or One Drive এর লিংক ‘sharable’, ‘open’, or ‘anyone can get access’ এই অপশনগুলো থেকে যে কেউ ভিডিও পাঠাতে পারবেন।

তিনি বলেন, ভিডিওগুলো শেষ হবে ‘ধন্যবাদ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ এই বক্তব্য দিয়ে।

তন্ময় বলেন, ‘শেখ হাসিনা দেশের দায়িত্বে রয়েছেন, এই সময়ে তাঁর জন্মদিন এবং একই সাথে স্বাধীনতার পঞ্চাশ বছর উদযাপিত হচ্ছে। এই জন্মবার্ষিকী অবশ্যই বিভিন্ন সহযোগী সংগঠনের উদযাপনের মাধ্যমে ভিন্ন মাত্রা পাবে।’

তিনি বলেন, ‘দলের ব্যাপক কর্মসূচির মধ্যে আমাদের এই ধরণের উদ্যোগ দলের প্লাটফরম থেকে সাধারণ জনগণকে আমাদের নেতার প্রতি শুভেচ্ছা জানানোর সুযোগ দেয়ার জন্য করা হয়েছে।’

এ ছাড়াও তিনি বলেন, এর আরেকটি লক্ষ্য হচ্ছে দলীয় প্লাটফরম থেকে সমন্বিত করা এবং পরে  প্রকল্প গ্রহন করা-কিভাবে প্রধানমন্ত্রীর কাজ অগ্রগতির গতিপথ পরিবর্তন করছে। কারণ প্রধানমন্ত্রী অন্যদের মতো নন, তিনি বিভিন্ন উদ্যোগের কথা চিন্তা করেছেন এবং বাস্তবায়ন করেছেন, যা লাখ লাখ মানুষের জীবনকে উন্নত করেছে।

তিনি বলেন, ‘আমরা আশা করি দেশের জনগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যার প্রতি আগের মতো ভিডিও বার্তার মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করবেন। ভিডিওগুলো দলের যাচাইকৃত ফেসবুক পৃষ্ঠায় প্রদর্শিত হবে।’

তন্ময় বলেন, ‘বিভিন্ন পরিকাঠামোগত প্রকল্পে শেখ হাসিনার অবদান, করোনাভাইরাসের বিরুদ্ধে টিকাকরণ, বিদ্যুৎ সরবরাহ, বসতি প্রকল্প এবং অন্যান্য কমিউনিটির রূপান্তরের উদ্যোগ এই ভিডিওগুলোতে প্রদর্শিত হতে পারে।’ ভিডিও পাঠানোর শেষ সময় সীমা ২০ সেপ্টেম্বর, ২০২১।

দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অবিশ্বাস্য উন্নয়ন সাধন করেছেন, যার ফলে বাংলাদেশ সম্ভাব্য সব দিক থেকে এগিয়ে যেতে সক্ষম হয়েছে। এই উদ্যোগের কারণে বাংলাদেশ বিশ্বের কাছে একটি স্বাবলম্বী দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।’

তিনি বলেন, ‘২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন। এক দশকের বেশী সময় ধরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় জনগণ সুফল পেয়েছে। তারা যথাযথ গুরুত্ব ও কৃতজ্ঞতার সাথে দিনটি উদযাপন করবে।’ সূত্র : বাসস

শেয়ার করুন
More News Of This Category

Dairy and pen distribution

ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102