May 2, 2024, 7:50 am
শিরোনামঃ
কালুখালীতে তৃষ্ণার্ত ও শ্রমজীবি মানুষের মাঝে শরবত বিতরণ করলেন ভাইস-চেয়ারম্যান প্রার্থী শেখ মো: রিপন রাজধানী মোহাম্মদপুরে তীব্র গরমে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ আজ মহান মে দিবস ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি হলেন কাউখালীর মোঃ ফজলে রাব্বি কালুখালীতে আনারস প্রতীকের পথসভায় আশিক মাহমুদ মিতুল রাজবাড়ীতে সজিনা পাড়তে গিয়ে বিদ্যুৎপৃষ্টে ভ্যান চালকের মৃত্যু শেখ জামালের ৭১তম জন্মদিনে বাংলাদেশ কৃষক লীগের শ্রদ্ধা শেরে বাংলা এ. কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী লীগের শ্রদ্ধা রাজবাড়ী কালুখালীতে হাসপাতালের নির্মাণ সামগ্রী বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগ বৃষ্টি কামনা করে রাজধানী মোহাম্মদপুরে ইসতেস্কার নামাজ আদায়

মেয়র হানিফকে হারিয়ে, ঢাকা এখন রাজনৈতিক অন্ধকারে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Sunday, November 27, 2022
  • 244 Time View
২১ আগস্ট গেনেট হামলায় আহত, ২৮ নভেম্বর মেয়র হানিফকে হারিয়ে আওয়ামীলীগ হয়েছে নেতৃত্ব শূন্য, বঙ্গবন্ধু পরিবার হারিয়েছে বিশস্ত সৈনিক, ঢাকা হারিয়ে প্রান। মাংস ব্যবসায়ীরা হারিয়ে হৃদয়ের মধ্যমনি। বাংলাদেশকে দিয়ে গেলো বাঙালির প্রানের স্পন্দন, উন্নয়নের ও অধিকার আদায়ের, বিশ্বে সম্মান অর্জনের মানবতার মানবিকতার জননী আমাদের প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। নিজের জীবনের তোয়াক্কা করে নাই।
বিনম্র শ্রদ্ধা,হে মোহাম্মদ হানিফ। আমরা তোমাকে কোনোদিন ভুলতে পারবো না। তুমি ছিলে জাতির জনকের বিশস্ত সৈনিক, তুমি বাঙালি জাতীয়তাবাদ, বাঙালির মুক্তির আন্দোলনের ছয় দফার টাইপিস্ট। তুমি মজির পরিবারের দুর্দিনের বন্ধু। তুমি ঢাকাবাসীর প্রানের স্পন্দন। তুমি ঢাকার সর্বকালের সর্বশ্রেষ্ট সংগঠক, জনতার মঞ্চের মহানায়ক। ঢাকার প্রথম নির্বাচিত মেয়র। আধুনিক ঢাকার ভিত্তিপ্রস্তরস্থাপন হয়েছে তুমার হাতে।
শেখ হাসিনার নির্দেশে, আলহাজ্ব মোঃ সাদেক খানের সহায়তা, ঢাকাবাসীর শেষ ঠিকানা রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান সহ আধুনিক জবাইখানা কমিউনিটি সেন্টারের জনক তুমি। হানিফ- মায়া জুটির আওয়ামীলীগের রাজনীতির জন্য ঢাকায় বিকল্প আজও আবিস্কার করতে পারেনি। তোমাকে হারিয়ে ঢাকার রাজনীতি ও ঢাকাবাসী এখন রাজনৈতিক অন্ধকারে, আমি হয়েছি রাজনৈতিক এতিম। তোমার শূন্যতা কখনো পুরন হবার নয়। শেখ হাসিনার জীবন রক্ষায় জীবন দেওয়ার সৈনিক আর কোথায় ? তুমি বঙ্গবন্ধুর এক একটা পিলারের অংশ। নারায়নগঞ্জের চুনখা, চট্রোগ্রামের মহিউদ্দিন, মিরপুরের হারুন মোল্লা, ঢাকার হানিফ।এখন চলছে দেওয়া নেওয়ার রাজনীতি। ভালোবাসার রাজনীতির বড়ই অভাব। ১০ডিসেম্বরকে সামনের রেখে ঢাকা নিয়ে চলছে, ঢাকার ভাষায় বিতলামি। তুমি থাকলে, শেখ হাসিনাকে নতুন করে ভাবতে হতো না।
তুমিতো ঢাকার অনন্ত পহরির ভুমিকায়, ছিলে বলেই বাঙালির অধিকার আদায়ের,বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবীতে, বাংলার মানুষকে জাগিয়ে তুলতে পেরেছিলেন শেখ হাসিনা। আজকের উন্নত বাংলাদেশের জন্য তোমার অবদান অস্বীকার করি কীভাবে ? তোমার রক্ত বিফল হতে পারে না, হতে আমরা দেবো না। কোনো মির্জাফরের ঠিকানা, তোমার ঢাকায় হবে না, হে বন্ধু। তোমার খোকন, তোমার সাদেক খান, তোমার জীবনের বিনিময়ে আমাদের শেখ হাসিনা যতোদিন আছে, তুমি ইচ্ছে করে হারিয়ে যেতে পারবে না, মানব সমাজ ও রাজনীতি থেকে।
লেখকঃ বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব ও রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের চলতি দায়িত্ব প্রাপ্ত সভাপতি জনাব রবিউল আলম।
শেয়ার করুন
More News Of This Category

Dairy and pen distribution

ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102