May 3, 2024, 1:55 pm
শিরোনামঃ

শোকের মাস আগস্ট, কত স্মৃতি মনের মাঝে উকি দেয়, কত কথা মনে করিয়ে দেয়

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Wednesday, August 3, 2022
  • 142 Time View
রবিউল আলম
উত্তর ছিলো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কাছে। তার রাজনৈতিক আত্ন জীবনীর প্রতিটি পাতায় বাঙালির অধিকার ও মুক্তির বার্তা বহন করেছে।ভারতের আসাম থেকে টাঙ্গাইলের সন্তোষ। জাতির জনক থেকে জিয়ার তলপি বাহক। আমার মনে অনেক প্রশ্নে জন্ম দিয়েছে। ১৫ আগস্ট ১৯৭৫ এর আগের ভাসানী, ৭৫ এর পরের ভাসানীকে আমি মিলাতে পারিনি । ১৯৭৬ সালে তাকে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়েছে। মাত্র এক বছরের জীবনের ইতিহাস , সারাজীবনের ইতিহাসকে কলংকৃত করেছে। জিয়ার বন্দুকের নলের কাছে পরাজিত হয়ে ছিলেন ? না-কি বঙ্গবন্ধুর নেতৃত্ব মেনে নিতে পারেননি ? বাঙালি জাতির পিতা আসনটি গ্রহন করতে পারেনি বলে ? না-কি বঙ্গবন্ধুর হত্যার পেছনে তার কোনো ষড়যন্ত্র ছিলো ? অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে না। উত্তর ছিলো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কাছে। তার নেতৃত্ব কে প্রশ্নবিদ্ধ করার হীনমন্যতা ও যোগ্যতা আমার নাই। তবু ৭৫ পরবর্তী ভাসানীর ভুমিকার প্রতি শ্রদ্ধা রাখতে পারছিনা বলেই, জানার ইচ্ছে থেকে জাতির কাছে কিছু প্রশ্নের উত্তর খোজার চেষ্টা করছি। সন্তান তুল্য মজিবকে কেনো ফেরাউনের সাথে তুলনা করে জিয়ার শাসনকে বৈধ করেছিলেন ? ধানের শীষের মার্কা দিয়ে সহায়তা করেছিলেন ? ন্যাপের নেতা কর্মীদের হাট থেকে বিএনপি বাজারে পরিনত করেছিলেন ? ভাসানী অনুসারীদের মাঝে জাতির জনকের বিরুদ্ধে ঘৃণার জন্ম দিয়েছিলেন ? বাংলার স্বাধীনতা বিরোধী চীন।চীনপন্থী ভাসানী কি তবে বাঙালি জাতির সাথে স্বাধীনতার নাটক করে ছিলেন ? জাতীয় ৪ নেতার সাথে জিয়ার বন্দুকে ভাসানীর মৃত্যু হলে, অমরত্বের ইতিহাসে বঙ্গবন্ধুর চাইতেও এগিয়ে থাকতেন। ভাসানীর সাথে শিশুসুলভ আচরনের, বাংলার প্রতিটি লড়াই সংগ্রামে, আওয়ামীলীগ প্রতিষ্ঠাতার , স্বাধীন বাংলা সরকারের উপদেষ্টার দায়ীত্ব পালনে, পাকিস্তান বিরোধী আন্দোলনের ইতিহাস থেকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে বাদ দেওয়া যাবে না। ১৯৭৫ থেকে ৭৬ একবছরে রাজনৈতিক ইতিহাসের কলঙ্ক থেকে ও তাকে বাদ দিতে পারছি না। বাদ পরবে না খন্দকার মোশতাক গ্যংরা।জিয়াউর রহমান এমনিতেই অমরত্ব লাভ করেছেন বঙ্গবন্ধু হত্যার ক্ষেতাব অর্জনের মাধ্যমে । বাকীদের নাম লেখতেও আমার ঘৃণা করে।ইচ্ছে করলেই ইতিহাস উল্টো করে লেখা যাবে না। জাতির জনকের হত্যাকারীদের তালিকা থেকে জিয়ার নামটি বাদ দিতে পারবেন না।
লেখকঃ বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব ও রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের চলতি দায়িত্ব প্রাপ্ত সভাপতি জনাব রবিউল আলম।
শেয়ার করুন
More News Of This Category

Dairy and pen distribution

ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102