May 12, 2024, 3:11 pm
শিরোনামঃ
বিশাল মিছিল নিয়ে শান্তি সমাবেশে ৫ নং শ্যামলী ইউনিট আওয়ামী লীগ চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে পারবেন জি এম কাদের আসন্ন ঈদুল আজহার পর শনিবার স্কুল খোলা থাকছে না রাজধানী ধানমন্ডিতে লিটন মাস্টার টেইলার্স এন্ড ফেব্রিক্স এর ২য় শাখা উদ্বোধন মোঃ হালিম খানের “মা মাজেদা খাতুনের” জানাজা ও দাফন সম্পন্ন মোঃ হালিম খান এর “মা” মৃত্যুতে নুরে আলম সিদ্দিকী হক শোক প্রকাশ রাজবাড়ী পল্লীবিদ্যুতে অনিয়ম,দূনীতি, শোষন,নির্তযাতন,নিম্নমানের মালামাল ব্যাবহার ও বৈশম্যের প্রতিবাদে কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতী পালন তারেককে পরিহার না করলে বিএনপি রাজনৈতিক ভুল সিদ্ধান্ত নিতেই থাকবেন: জাহাঙ্গীর কবির নানক ড. ওয়াজেদ মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন মোঃ রুস্তুম আলী

বিএনপিকে গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দিলো পুলিশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Friday, December 9, 2022
  • 85 Time View

মোহাম্মদ জাবেদ, নিজস্ব প্রতিনিধিঃ  শনিবার (১০ ডিসেম্বর) বিএনপিকে গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (৯ ডিসেম্বর) গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিএনপির প্রস্তাবিত দাবির পরিপ্রেক্ষিতে তাদের গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে।

এর আগে, গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি বলে জানান দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

কমলাপুর স্টেডিয়ামে অনুমতি না পেয়ে রাজধানীর গোলাপবাগ মাঠে ১০ ডিসেম্বর সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বরাবর আবেদন করে বিএনপি।

প্রসঙ্গত, ১০ ডিসেম্বর বিএনপি নয়াপল্টনে সমাবেশ করতে চায়। কিন্তু নিরাপত্তাজনিত কারণে পুলিশ সেখানে সমাবেশের অনুমতি দেয় না। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কথা বলে পুলিশ। বিএনপি সেখানে সমাবেশ করতে রাজি হয় না।

পরবর্তীতে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমপি কমিশনারের সাথে সাক্ষাৎ করেন বিএনপির কেন্দ্রীয় নেতাদের ছয় সদস্যের প্রতিনিধি দল। প্রায় দুই ঘণ্টা বৈঠক শেষে তারা সমাবেশের জন্য কমলাপুর স্টেডিয়াম অথবা মিরপুর বাঙলা কলেজ মাঠকে পছন্দ করেন।

শুক্রবার বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পেয়েছেন তারা।

শেয়ার করুন
More News Of This Category

Dairy and pen distribution

ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102