May 2, 2024, 7:08 pm

বৃটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ এর সাথে দেখাঃ বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ তালুকদার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Saturday, September 10, 2022
  • 313 Time View

বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ তালুকদারঃ

বৃটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ এর সাথে কাছে থেকে দেখার সুযোগ হয়ে ছিল ১৯৮৩ সনের নভেম্বর মাসে ঢাকা জেলার শ্রীপুর থানার বৈরাগীর চালা গ্রামে। সেই গ্রামে লোকেরা অবাধে রানি কে দেখার সুযোগ পায়নি। আশেপাশে কয়েকটি গ্রামে আত্মীয় স্বজন পর্যন্ত যেতে নিষেধ ছিল।

আমার যাওয়ার সেই সুযোগ হয়েছিল। বৈরাগীর চালা গ্রামে যে বাড়িতে গিয়েছিল সেটা ছিল আমার শশুর বাড়ি। আমার শশুর এর নাম ছিল মিজানুর রহমান খান। তাঁর উদ্যোগেই রানিকে গ্রামের পুকুরের মাছ, ধান থেকে ঢেকি দিয়ে চাল বানানো চাল থেকে মুড়ি এবং গ্রামের কিছু নির্দিষ্ট মানুষের সাথে আলাপ করেন। আমি ক্যামেরা দিয়ে ছবি উঠিয়ে ছিলাম রানির নিরাপত্তারক্ষীরা আমার ক‍্যামেরা নিয়ে যায়। পরবর্তীতে সমস্ত ছবি ডিলেট করে ক‍্যামেরা ফেরত দিয়ে দেয়।

আজকের দিনে রানীকে জানাই বিনম্র শ্রদ্ধা।

শেয়ার করুন
More News Of This Category

Dairy and pen distribution

ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102