রবিউল আলমঃ
নিজের খেয়ে বনে মহিষ তারায়, নিজের ঘরে আগুন লাগায়, নিজের দেশে পরাধীনতার জান্ডা উড়াতে দেখেছি। নিজের দেশের অর্থনীতি রুগ্ন ও নিঃশেষ জন্য প্রার্থনা শুধু বিএনপি-জামাতের রাজনৈতিক কর্মসুচিতে সংযুক্ত দেখতাছি। দেশ ধ্বংসের মাধ্যমে ক্ষমতায় আসার জন্য কতো না ছলচাতুরীর আশ্রয় গ্রহন করতে পারেন, তা না দেখলে বিশ্বাস করা কঠিন হতো। পদ্মাসেতুর প্রতিবন্দকতা, আমেরিকাকে নিষেধাজ্ঞার জন্য উদ্বুদ্ধ করা, ভারতের কাছে ধরনা ধরা, নির্বাচনে অংশগ্রহণ না করে প্রতিরোধের নামে জ্বালাও পোড়াও, মানুষ হত্যা। দেশ ধ্বংসের এমন কোনো কর্মসুচি নাই, বিএনপি-জামাত পালন করেন নাই। অবশেষে নির্বাচনে অংশগ্রহণ করেও অবৈধ সংসদ বলতে দ্বিধাবোধ করেন না। ইভিএম এ ভোট হলে না-কি সব নৌকায় হয়ে যায়, শীল মারার ভোট নাকি রাতে হয়ে যায়। জনগণের ভোট রক্ষা করার ক্ষমতা না থাকার ব্যার্থতায় দায় নিবেন না। নির্বাচনের জন্য আর কি পদ্ধতি আছে, তাও বলবেন না। শুধু অনির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর ছাড়া। যা এই পৃথিবীর কোনো দেশে নাই। পৃথিবীর কোনো দেশের বিরোধী দলের কাছে দেশ ধ্বংসের প্রার্থনা না থাকলেও বিএনপি-জামাতের মনের আশা ও আকাংখার বিষয়, বাংলাদেশ কখন শ্রীলঙ্কা হবে। বিশ্ব ব্যাংক সহ বিশ্ব অর্থনীতির মোড়লদের পর্যলোচনায় বাংলাদেশ উদীয়মান অর্থনীতির টাইগার। কে শোনে, কার কথা। ভারতের মোদি সরকারের বিজয়ে মিষ্টি বিতরন, শ্রীলঙ্কার পতনে উৎফুল্ল ভাব ধারন, ইউক্রেন যুদ্ধে তেল ঢালন, আমেরিকার নিষেধাজ্ঞায় নিত্যসাধন বিএনপি -জামাতের পক্ষেই সম্ভব। দেশ, জাতি ও জনগণের সাথে সম্পর্কহীন রাজনীতির কাছে এর চেয়ে ভালো আর কি আশা করতে পারি ? তিন বার ক্ষমতা ভোগ করেও যেই দল ছায়া সরকার হতে পারলোনা। দেশ জাতি ও জনগণের জন্য মঙ্গল কামনা করতে পারে না। ঘুমের ঘরেও স্বপ্ন দেখেন পদ্মাসেতু ভেঙে পরছে, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে গেছে, মায়ারমা বাংলাদেশে আক্রমন করছে, ইউক্রেন যুদ্ধে রপ্তানি বন্দ হয়ে গেছে, আমেরিকা অর্থনৈতিক অবরোধ করে রেখেছে। বিএনপি-জামাতকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার জন্য বাইডেন সরকারের ঘুম হারাম হয়ে গেছে,তারেক রহমানের ধমকে। স্বপ্ন ভঙ্গের পরে রিজভীকে ছাড়া আর কেউ নাই বিএনপির অফিসে। পরিকল্পনা চলছে শ্রীলঙ্কা, ইউক্রেন না-কি আফ্রিকা-সুদানের দুর্ভিক্ষ বাংলাদেশে আমদানীর, নির্বাচনী ইস্তেহার দেওয়ার হবে আগামী নির্বাচনে। প্রকাশ্যে ঘোষণার বাকী।
লেখকঃ বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব ও রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব রবিউল আলম।