মোঃ ইব্রাহিম হোসেনঃ রাজধানী মোহাম্মদপুর থানার জাতীয় পার্টির পক্ষ থেকে ওয়ার্ড, ইউনিটকে শক্তিশালী করার লক্ষ্যে ৪ ডিসেম্বর ২০২১ রোজ শনিবার সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম সেন্টু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোহাম্মদপুর থানার জাতীয় পার্টির সভাপতি ও ঢাকা মহানগর উত্তর এর সহ-সভাপতি রফিকুল আলম সেলিম। অনুষ্ঠান পরিচালনা করেন, মোহাম্মদপুর থানার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর এর প্রচার সম্পাদক এস.এম.হাসেম।
এ সময় উপস্থিত ছিলেন, মাহবুবুল রহমান লিপটন, সৈয়দ সাহাদাত হোসেন টুন্নু, আকবর হোসেন, মোঃ বাবুল, মোঃ আলমগীর হোসেন, দেলওয়ার হোসেন দুলু, হাজী সোমসের, সিদ্দিকুর রহমান সিদ্দিক, মোঃ হেলাল উদ্দিন হেলাল, ফয়সালা হামেদ, লায়ন সাবিনা চৈাধুরী, মোহাম্মদপুর থানার ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।