May 2, 2024, 11:19 am

রাজধানী আদাবরে শীতার্তদের মাঝে ‘বন্ধন মানবিক কল্যাণ সংস্থার’ কম্বল বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Wednesday, January 18, 2023
  • 185 Time View

মোঃ ইব্রাহিম হোসেনঃ শীতের তীব্রতা কখনো বাড়ছে, আবার কখনো কমছে। শীতের সময়ে শীত থাকবে এটাই স্বাভাবিক। তবে মাঘের শুরুতেই জানা গেল, শীত আরও বেড়েছে। মানুষ শীতের তীব্রতা অনুভব করছে। ঠাণ্ডা বাতাসের দাপট শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ‘বন্ধন মানবিক কল্যাণ সংস্থা’।

প্রতি প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশের বিভিন্ন জেলা ও থানায় এসব সুবিধাবঞ্চিত পথশিশু, প্রতিবন্ধী ও অসহায় দুস্থ মানুষের পাশে শীতবস্ত্র পৌঁছে দিচ্ছে ‘বন্ধন মানবিক কল্যাণ সংস্থা’।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাজধানীর আদাবর ১০০ নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে ‘বন্ধন মানবিক কল্যাণ সংস্থার’ পক্ষ থেকে সুবিধাবঞ্চিত পথশিশু, প্রতিবন্ধী ও অসহায় দুস্থ মানুষের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে বন্ধন মানবিক কল্যাণ সংস্থার চেয়ারম্যান জনাব হাসানুর রহমান পাভেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ১০০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি মোঃ ছানাউল্যাহ, সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ, বন্ধন মানবিক কল্যাণ সংস্থার পরিচালক আশীষ চন্দ্র শীল এবং বন্ধন সংস্থার কর্মকর্তা সহ প্রমুখ।

শেয়ার করুন
More News Of This Category

Dairy and pen distribution

ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102