May 17, 2024, 9:56 am
শিরোনামঃ
গাজায় নিজেদের গোলার আঘাতে পাঁচ ইসরায়েলি সেনা নিহত তালের শাঁস খেলে যেসব উপকার হয় ঢাকা শহরে কোনো ব্যাটারিচালিত রিকশা চলবে না: ওবায়দুল কাদের বিশ্বাস পুনর্নির্মাণের জন্য আমি বাংলাদেশ সফর করছি: ডোনাল্ড লু ভারতবর্ষে হিন্দু মুসলমানের রাজনীতি হয়,মহাত্মা গান্ধী সকল ধর্মের রাজনীতি নাই গুলিস্তান-মিরপুরের কাপড় পাকিস্তানের বলে বিক্রি করেন তনি! ইসরায়েলের সেনা ঘাঁটির অস্ত্রগুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে স্বপ্নজয়ী মা সম্মাননা পেলেন ১১ জন চিকিৎসা ক্ষেত্রে আমূল পরিবর্তন করেছে আওয়ামী লীগ সরকার: জাহাঙ্গীর কবির নানক হায়দার আকবর খান রনোর মৃত্যুত্বেে দেশ একজন সুস্থ রাজনৈতিক ব্যাক্তিত্ব হারালেন।

আব্দুল গাফফার চৌধুরীর স্বাভাবিক মৃত্যু, বাঙালিকে অস্বাভাবিক ভাবনার জগতে নিমজ্জিত করেছে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Friday, May 20, 2022
  • 119 Time View

রবিউল আলমঃ

বাঙালি জাতির জন্য, বাঙালি জাতীয়তাবাদের জন্য এক পথ নির্দেশক আব্দুল গাফফার চৌধুরী আর নাই। ইন্না ইলাইহে ওয়া ইন্না লিল্লাহি রাজেউন। পরের শব্দগুলো আর ভাবতে পারছিলাম না। জাতির পিতাকে হারিয়ে আমরা তার তথ্য ভান্ডার আব্দুল গাফফার চৌধুরীকে পেয়েছিলাম। তার অনন্য সৃষ্টি মাঝে ধীরে বহে বুড়িগঙ্গা ও আমরা বাংলাদেশী না বাঙালী ? বাংলার বানী পত্রিকার নিয়মিত সম্পাদকীয় কলাম ছিলো। আমরা শাপলা কুড়ীর আসরের বন্ধুরা নিয়মিত পড়তাম। একসময় বই আকারে প্রকাশিত হলো। ধীরে বহে বুড়িগঙ্গা ও আমরা বাংলাদেশী না বাঙালী বই সৃষ্টি না হলে জাতীয়তাবাদ সম্পর্কে আমরা জাতির কাছে কিছুই বলতে পারতামনা। ধীরে বহে বুড়িগঙ্গা রাজনৈতিক রহস্যে ঘেরা। কত-না নেতার চরিত্র হরন, কত-না নেতার আত্নদান সম্মিলিত ঘটনা বহুল ইতিহাস সৃষ্টি করে গিয়েছেন ধীরে বহে বুড়িগঙ্গার মাধ্যমে। বাঙালি জাতি নিজেকে নিয়ে ভাবে না, বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি করলেও ইতিহাস নিয়ে ঘাটে না। আওয়ামীলীগের অনেক নেতা আছেন বাঙালি জাতীয়তাবাদ কি, এবং কিসের জন্য এর উত্তর তাদের জানা নাই। কেনো মৌলবাদীরা আমাদেরকে বাংলাদেশী বানিয়েছিলেন ? আব্দুল গাফফার চৌধুরীর লেখা আমরা বাংলাদেশী না বাঙালী বইটি পড়া থাকলে অনেক বিষয় আপনি বলতে ও লেখতে পারতেন। জাতীয়তাবাদ ছাড়া জাতির পরিচয়, খুটা ছাড়া ঘরের মতো। মৃত্যুর স্বাদ প্রতিটি প্রানিকেই গ্রহন করতে হবে। কিছু মানুষের মৃত্যু অতৃপ্ত হয়ে থাকে। যারা দেয়ে, তাদের কাছে আশার শেষ থাকে না। জাতির পিতা বাঙালি জাতির আশা পুরণ করে পারেনি, পারেনি আব্দুল গাফফার চৌধুরী। পারবেনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিকে দেওয়ার শেষ ঠিকানা তাঁদের জানা ছিলোনা, জানা নাই। গাফফার চৌধুরীকে নিয়ে লেখার স্বাদ্ধও আমার নাই। তবে এ কথা আমি হলফ করে বলতে পারি, সাংবাদিক, লেখক, সাহিত্যিক, সংস্কৃতি ব্যাক্তিত্ব আব্দুল গাফফার চৌধুরীর স্বাভাবিক মৃত্যু বাঙালি জাতির অস্বাভাবিক ভাবনা জগতে নিমজ্জিত করেছে। গানের ভুবনে আমার ভাইএ রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি যখন আসে। একজন বাঙালি বেচে থাকতেও গাফফার চৌধুরীর মৃত্যু হতে দিবে না। বাঙালির মনের মাঝে বন্দী করে রাখা হবে। সৃষ্টির কি মৃত্যু আছেরে ভাই। বিনম্র শ্রদ্ধা রেখে হয়তো আজকে মতো লেখার ইতি টানতে হচ্ছে।

লেখকঃ বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব ও রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব রবিউল আলম।

শেয়ার করুন
More News Of This Category

Dairy and pen distribution

ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102