May 13, 2024, 7:33 pm
শিরোনামঃ
চিকিৎসা ক্ষেত্রে আমূল পরিবর্তন করেছে আওয়ামী লীগ সরকার: জাহাঙ্গীর কবির নানক হায়দার আকবর খান রনোর মৃত্যুত্বেে দেশ একজন সুস্থ রাজনৈতিক ব্যাক্তিত্ব হারালেন। বিশাল মিছিল নিয়ে শান্তি সমাবেশে মোহাম্মদপুর থানা মৎস্যজীবী লীগ বিশাল মিছিল নিয়ে শান্তি সমাবেশে ৫ নং শ্যামলী ইউনিট আওয়ামী লীগ চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে পারবেন জি এম কাদের আসন্ন ঈদুল আজহার পর শনিবার স্কুল খোলা থাকছে না রাজধানী ধানমন্ডিতে লিটন মাস্টার টেইলার্স এন্ড ফেব্রিক্স এর ২য় শাখা উদ্বোধন মোঃ হালিম খানের “মা মাজেদা খাতুনের” জানাজা ও দাফন সম্পন্ন মোঃ হালিম খান এর “মা” মৃত্যুতে নুরে আলম সিদ্দিকী হক শোক প্রকাশ

রাজবাড়ীতে প্রতিবেশির রোশানলে প্রবেশপথে ২ ধাপ বেড়া

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Wednesday, February 28, 2024
  • 109 Time View

ইমরান খান রাজবাড়ী প্রতিনিধি : প্রতিবেশির রোশানলে পরে গৃহবন্ধি জীবন যাপন করছে রাজবাড়ীর কালুখালী উপজেলার এক গৃহস্থ পরিবার। ফলে পরিবারটির সাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে।

দুই কিশোর মেয়ের বন্ধ হয়ে গেছে স্কুলে যাওয়া। এ ঘটনাটি ঘটেছে কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের সাতোটা গ্রামে।

ভুক্তভোগী পরিবার প্রধানের নাম আমজাদ হোসেন। সে সাতোটা গ্রামের করিম মন্ডলের ছেলে।
আমজাদ হোসেন জানান, আমি এই বাড়ীতে ২৭ বছর ধরে সাতোটা বসবাস করছি।
এতোদিন কোন কথা নেই বার্তা নেই পথ আটকিয়েছে
ইতোমধ্যে আমার বাড়ীটিতে দ্বিতীয় তলা ভবন গড়ে তুলেছি। বাড়ীর প্রবেশ পথ একটি।

গত ২৩ ফেব্রুয়ারি দুপুরে প্রতিবেশি আকিদুল,রেজাউল ও মন্টু আমার বাড়ীর প্রবেশ পথে বাঁশ ও টিন দিয়ে ২ ধাপ বেড়া দিয়ে আমার বাড়ীর প্রবেশ পথ বন্ধ করে দেয়।

এতে আমি বাড়ী থেকে বের হতে পারছি না। বাড়ীর সামনে মসজিদ থাকলেও নামাজ পরতে পারছি না। দুই মেয়ে স্কুলে যেতে পারে না। আমার ভাই এ ব্যাপারে কালুখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
আমজাদের কিশোরী মেয়ে আনিশা ও সাফিয়া জানায়, বাড়ীর প্রবেশ পথ বন্ধ করায় আমরা স্কুলে যেতে পারছি না ভয়ে।
পড়ালেখা বন্ধ হয়ে যাচ্ছে। তারা তাদের চলার পথ খুলে দেওয়া জন্য কালুখালী উপজেলা নির্বাহী অফিসারের সদয় দৃষ্টি আকর্ষন করেছেন।
প্রতিবেশি আকিদুল তিনি জানায়,বাড়ীর প্রবেশ পথ আমাদের নামে রেকর্ড হয়েছে।

তাই বন্ধ করেছি। ওদের নামে কোন রেকর্ড নেই। তবে পরচায় আমজাদ ও রাজ্জাকের নাম দেখালে আকিদুল বলেন,ওরা পরে ঠিক করেছে।

শেয়ার করুন
More News Of This Category

Dairy and pen distribution

ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102