May 3, 2024, 7:35 pm

রক্তে রঞ্জিত ১৫ই আগস্টঃ কবি মোঃ নাসির উদ্দিন দুলাল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Friday, January 6, 2023
  • 190 Time View

রক্তে রঞ্জিত ১৫ই আগস্টঃ কবি মোঃ নাসির উদ্দিন দুলাল

সোনার দেশেই জন্মেছিলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী সবার প্রিয় তুমি,
আকাশ বাতাস সাক্ষী আর জনম জনমের প্রিয় ছিল আমাদের এই ভূমি।।
অসাধারণ যে নেতার ৪৭টি বছর দেখতে পারিনি হাস্যউজ্জ্বল সেই মুখ,
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী চেয়ে ছিলেন সবসময় বাংলার মানুষের সুখ।।
অসাধারণ বাংলার আকাশেবাতাসে যেনো না দেখি ঐ নরপিচাসের ছায়া,
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালীকে আজও তোরা করিসনি একটুও মায়া।।
বঙ্গবন্ধু মৃত্যুর খবরে বিশ্ববাসী কেঁপে উঠে ছিল নির্লজ্জ্য বাঙালীর স্পর্ধা দেখে,
তাই নির্লজ্জ্য খুনিরা ইতিহাস সৃষ্টি করেছে নিজের মুখে নিজেরা কালি মেখে।।
অসাধারণ যে নেতার জন্য আজ কবিতায় এতো শব্দের করি আয়োজন,
আজকের দিনে সেই বুঝলনা তাকেআমার দেশের হয় কতটা প্রয়োজন।।
সোনার বাংলায় বঙ্গবন্ধুর আদর্শের যেনো গড়তে পারি অপূর্ব এক বন্ধন,
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালীর জন্য কেঁদে উঠে আজও হৃদয়ের স্পন্দন।।
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের মাধ্যমে মুক্তি যুদ্ধের আগাম বার্তা ফুটে উঠে,
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী স্বাধীন দেশে শহীদ হন রক্তে রঞ্জিত ১৫ই আগস্টে।।

শেয়ার করুন
More News Of This Category

Dairy and pen distribution

ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102