মোঃ ইব্রাহিম হোসেনঃ মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি’র নির্দেশে মঙ্গলবার (২ মে) বিকাল ৩ টায় মুন্সীগঞ্জ জেলা কৃষক লীগের উদ্যোগে শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়ন ৭নং ওয়ার্ড কেওটখালী মৌজার কৃষক মোঃ আলী আকবর এর ২১ শতাংশ জমির বোরো ধান কেটে ঝাড়াই-মাড়াই করে গোলায় তুলে দিয়েছে বাংলাদেশ কৃষক লীগ।
ধান কাটা উৎসবে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, সহ-সভাপতি আলহাজ্ব শেখ মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আবুল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, অধ্যাপক নাজমুল ইসলাম পানু,দপ্তর সম্পাদক আমি রেজাউল করিম রেজা, মুন্সীগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি মোঃ মহসিন মাখন প্রমূখ।
কৃষক মোঃ আলী আকবর এর ২১ শতাংশ জমির পাঁকা ধান কাটা কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, সাম্প্রতিক বিশ্বের সর্বোত্তম কৃষক দরদী নেত্রী হলেন কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ কৃষক লীগ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কৃষকের সঙ্গে মাঠে আছে এবং থাকবে।