মোঃ ইব্রাহিম হোসেনঃ আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক লাল্টু মিয়ার দুই বিঘা জমির ধান কেটে দিয়েছেন উপজেলা ও পৌর কৃষক লীগের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে কালিদাসপুর উত্তরপাড়ার মাঠে লাল্টু মিয়ার ধান কেটে দেন তাঁরা।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু, উপজেলা কৃষক লীগের সভাপতি আজিজুল হক, পৌর কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৌমেন্দ্র নাথ সাহা, সাধারণ সম্পাদক সাহাবুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সহসভাপতি মহন মিয়া, মহিলাবিষয়ক সম্পাদক সামছাদ রানুসহ উপজেলা ও পৌর কৃষক লীগের নেতা-কর্মীরা।
নাজমুল হক পানু বলেন, ‘কৃষক লীগের সভাপতি সমীর চন্দ এবং সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি কৃষক লীগের নেতা-কর্মীদের এই মুহূর্তে কৃষকদের পাশে দাঁড়িয়ে ধান কাটায় সহায়তা করতে বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিবান্ধব। তিনি কৃষি সেক্টরের উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন।’