ইমরান খান রাজবাড়ী: ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা, ধান, গম, ভুট্টা, সূর্যমুখী, চিনাবাদাম, পেয়াজ, মুগ, মসুর খেসারী বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
বুধবার (১৩ ডিসেম্বর ২০২৩) সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলা পরিষদ চত্বরে বীজ ও সার বিতরণ করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর।
এ মৌসুমে উপজেলার ১ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়। এসব বীজ প্রায় ৫ কেজি ধানে ১ বিঘা জমিতে বপন করা হবে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মো:আব্দুল্লা আল মামুন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা পূর্নিমা হালদার, কৃষি সম্প্রসারণ নাইমুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।