রাজবাড়ী প্রতিনিধি :- রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইটবাহী ট্রাক্টরচাপায় হাসিবুল হাসান বুলবুল (৫০) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫ টার দিকে উপজেলার জামালপুর বাজার সংলগ্ন আঁখ সেন্টারের সামনে জামালপুর-বালিয়াকান্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
নিহত হাসিবুল হাসান বুলবুল জামালপুর ইউনিয়নের বাধুলীখালকুলা গ্রামের ইউসুফ শেখের ছেলে। তিনি জামালপুর ডিগ্রি কলেজের প্রভাষক ছিলেন।