মোঃ ইব্রাহিম হোসেনঃ ঢাকা মহানগর উত্তর আদাবর থানা বিএনপির সংগ্রামী সফল যুগ্ম আহ্বায়ক রাজপথের লড়াকু সৈনিক কমীবান্ধব জননেতা মোঃ মনোয়ার হাসান জীবনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) এ বি এম এ রাজ্জাকের স্বাক্ষরিত চিঠি দিয়ে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের এ সিদ্ধান্ত জানানো হয়।
এতে বলা হয়, জনাব, শুভেচ্ছা রইল। দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে গত ২ সেপ্টম্বর ২০২৪ তারিখে আপনাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে আপনার বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
আপনি এখন থেকে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবেন বলে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক জনাব আমিনুল হক এবং সদস্য সচিব জনাব মোঃ মোস্তাফা জামান আশাবাদ ব্যক্ত করেছেন।