ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ভ্যাট বাতিল ও রেশনিং ব্যবস্থা চালু, দ্রব্যমূল্য কমানো, সিন্ডিকেট উচ্ছেদ , লুটপাট ও পাঁচারকৃত টাকা উদ্ধার, দমন-পীড়ন বন্ধ ও ধর্ম-জাতিগত সম্প্রীতি রক্ষা, প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করার দাবিতে বাম গণতান্ত্রিক জোট ঝিনাইদহ জেলা শাখা ৩রা জানুয়ারি রোজ সোমবার বিকেলে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বাম গণতান্ত্রিক জোট জেলা সমন্বয়ক কমরেড সাহিদুল এনাম পল্লবের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক কমরেড স্বপন বাগচী, বাসদ জেলা আহ্বায়ক কমরেড অ্যাড. আসাদুল ইসলাম আসাদ প্রমুখ।