March 12, 2025, 11:21 am
শিরোনামঃ
তারেক রহমানের পক্ষে ইফতার সামগ্রী বিতরণ করলেন আদাবর থানা যুবদল বাউফলে স্প্রেইড হিউম্যানিটি’র উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ মশিউর রহমান যাদু মিয়ার ৪৬তম মৃত্যুবার্ষিকী বুধবার জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে পঙ্গু হাসপাতালের কর্মীদের সংঘর্ষ, কর্মবিরতি বিএনপির সন্ত্রাসীরা আওয়ামী তাণ্ডবকে হার মানিয়েছে, ঝিনাইদহের ঘটনা প্রসঙ্গে জামায়াত মোহাম্মদপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি শট-লং নাইট ক্রিকেট টুর্নামেন্টে অনুষ্ঠিত বাউফলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা এখন তো ছাত্রলীগ-যুবলীগ নেই, তাহলে কারা এই হিংস্রতার সঙ্গে জড়িত : রুহুল কবির রিজভী বাউফল প্রেসক্লাবে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল মাগুরায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে রাজধানী মোহাম্মদপুরে মানববন্ধন

ছাত্ররা সরকারে থেকে যদি দল গঠন করেন এই দেশের মানুষ সেটা মেনে নেবে না : ফখরুল ইসলাম আলমগীর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Saturday, February 1, 2025
  • 50 Time View

স্টাফ রিপোর্টারঃ ছাত্ররা যদি সরকারে থেকে  দল গঠন করেন এই দেশের মানুষ সেটা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ ১ ফেব্রুয়ারি ২০২৫ রোজ শনিবার বিকালে উত্তরা ১৩ নাম্বার সেক্টর খেলার মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ‘দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১৫ বছর ধরে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। এই ১৫ বছরে আমাদের বহু লোক মারা গেছে। জুলাই আন্দোলনে আমাদের ৪২৬ জন ছাত্র, নেতাকর্মী নিহত হয়েছেন। আমরা আপনাদের (অন্তর্বর্তী সরকার) কাছে যেটা চাই, নিরপেক্ষ থাকবেন। সম্পূর্ণ নিরপেক্ষ থাকবেন। নির্বাচন এই দেশে অবশ্যই হবে, এই নির্বাচনটি হতে হবে সবসময় নিরপেক্ষ সরকারের অধিনে। আমরা চাইবো, অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থেকে নির্বাচনের ব্যবস্থা করবেন।

ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে চায়, আমাদের এতটুকু আপত্তি নাই বরং আনন্দিত মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করবে, রাজনীতিতে আসবে আমরা তাদের স্বাগত জানাবো। তারা তাদের নতুন চিন্তাভাবনা দিয়ে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করবে কিন্তু সরকারে থেকে যদি দল গঠন করেন এই দেশের মানুষ সেটা মেনে নেবে না।

তিনি বলেন, আপনারা দল করবেন, দল করেন, আমরা আপনাদের স্বাগত জানাবো, সহযোগীতা করবো, আপনাদের কাধে কাধ মিলিয়ে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য কাজ করে যাবো। শুধু আপনাদের এই অনুরোধটুকু জানাবো, আপনারা অযথা সংঘাতমূলক কোন কথাবার্তা রাজনীতির মধ্যে না আনাই ভাল হবে, আমরা এটা আশা করি।

শেখ হাসিনা আমাদের বুকে পাথরের মত বসে ছিলো উল্লেখ করে তিনি বলন, আজকে সে গেছে আমরা শান্তিপূর্ণভাবে কথা বলতে পারছি। আজকে আমরা হাসিনা মুক্ত হয়েছি, কিন্তু আমাদের যে লক্ষ একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে যাওয়া, এখন পর্যন্ত কিন্তু আমরা সে গণতন্ত্রে ফিরে যেতে পারি নাই।

অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে তিনি আরও বলেন, আমরা সরকার একটি দিয়েছি, সে সরকার হচ্ছে অন্তর্বর্তী সরকার, তাদেরকে দায়িত্ব সুস্পষ্ট করে বলা আছে, এইযে এত জঞ্জাল সৃষ্টি করেছে হাসিনা, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে, প্রশাসনকে ধ্বংস করে দেয়া হয়েছে, এইগুলোকে ন্যুনতম ঠিক করে, সংস্কার করে নির্বাচন দিবে তারা। সে নির্বাচনে যারা অংশগ্রহণ করবে, জনগণ যাদের চাইবে তাদের ক্ষমতায় নিয়ে আসবে।

শেয়ার করুন
More News Of This Category
ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102