মোঃ ইব্রাহিম হোসেনঃ রাজধানী মোহাম্মদপুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ ডিসেম্বর ২০২৪ রোজ বুধবার রাজধানী ওয়েস্ট ধানমন্ডি স্কুলে “শংকর সামাজিক সংগঠন” কর্তৃক আয়োজিত এ সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অবিভক্ত ঢাকার মহানগর যুবদলের সাবেক সিনিয়র সদস্য মোঃ মালেক মিয়ার সভাপতিত্বে ও ৩৪ নং ওয়াড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ হারিস আল আসাদ (ডানার) সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, ঢাকা ১৩ আসনের জনতার এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহবায়ক ও মোহাম্মদপুর সাংগঠনিক টিমের প্রধান হাজী মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদপুর থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক রাজপথের লড়াকু সৈনিক কর্মীবান্ধব জননেতা শুক্কুর মাহমুদ, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সদস্য সচিব এডভোকেট রুনা লায়লা, ৩৪ নং ওয়াড বিএনপির সভাপতি এডভোকেট মাসুম খান রাজেস এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান রেজা। এসময় আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদপুর থানা ও ওয়াড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এটাই প্রথম বিজয় দিবস। ৫৪তম মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্য-বীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জন করেছিল।