December 22, 2024, 9:23 am
শিরোনামঃ
সরকার যেভাবে নির্বাচনের তারিখ দিয়েছে, তা গ্রহণযোগ্য নয়: ১২ দলীয় জোট গুচ্ছ ভর্তি নিয়ে আজ সভায় বসছেন উপাচার্যরা, আলোচনায় দুই এজেন্ডা দেশে চাঁদাবাজি বন্ধ হয়নি, চাঁদাবাজ পরিবর্তন হয়েছে: হাসনাত আবদুল্লাহ গাইবান্ধায় সাঘাটা উপজেলায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া আহত ৪০ ঝিনাইদহ প্রেস ইউনিটির দপ্তর সম্পাদকের উপর হামলা অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী রোডম্যাপ সন্দেহজনক: রুহুল কবির রিজভী উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ মারা গেছেন বাংলাদেশ কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতি প্রমাণের ওপেন চ্যালেঞ্জঃ হাসনাত আবদুল্লাহ ঢাকার কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতদলের মধ্যে তিন ডাকাতের আত্মসমর্পণ, দেশীয় অস্ত্র উদ্ধার

মানববন্ধনে বক্তাদের দাবী নোংরা রাজনীতির ষড়যন্ত্রের শিকার রাসেল মাহমুদের মুক্তি চাই

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Wednesday, November 27, 2024
  • 28 Time View

দক্ষিন আফ্রিকা প্রবাসী সফল রেমিটন্স যোদ্ধা মো. রাসেলে মাহমুদ, বিশিষ্ট সমাজসেবক মো. নোবেল মাহমুদ ও তাদের পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তির দাবী জানিয়েছেন তার পরিবার, সহযোদ্ধা ও জাগ্রত ছাত্র জনতা। তারা এই ষড়যন্ত্রের মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাসেলের মুক্তির দাবী জানান।

বুধবার (২৭ নভেম্বর) নরসিংদী প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে তারা এই দাবী জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ২৮ মে মাধবদীর মেহের পাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মাহবুবুল হাসান আওয়ামী লীগের আভ্যন্তরীন কন্দোলনের ফলশ্রæতিতে দুস্কৃতকারীদের হাতে নির্মম ভাবে নিহত হন। ঐ ঘটনার সাথে ব্যবসায়ী রাসেল মাহমুদ, নোবেল মাহমুদ ও তার পরিবার কোনভাবেই জড়িত নয়। স্থানীয় বিরোধের জের তৎকালীন সরকারদলীয় জেলা নেতৃত্ব ও সংসদ সদস্যদের প্ররোরচানায় ষড়যন্ত্রমুলক ভাবে রাসেল মাহমুদ, নোবেল মাহমুদ ও তার বাবাকে মামলার আসামী করা হয়। অপরাধ না করেও তারা অপরাধি হতে পারে না। রাসেল মাহমুদ দক্ষিন আফ্রিকা প্রবাসী সফল রেমিটন্স যোদ্ধা।

বক্তারা বলেন, পতিত সরকারের মন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যানদের আধ্যিপত্য বিস্তার, চাঁদাবাজি ও তাদের সন্ত্রাসী এবং অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ করা এবং ভোটারবিহিন নির্বাচনে অংশ গ্রহন না করার কারনেই রেমিটেন্স যোদ্ধা রাসেল মাহমুদ, তার ভাই নোবেল মাহমুদ ও বাবা হাবিবুর রহমানকে ষড়যন্ত্রমুলক ভাবে আসামী ভ‚ক্ত করা হয়।

বক্তারা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মাননীয় উপদেষ্টা ও সরসিংদী জেলা প্রশাসক, পুলিশ সুপারের নিকট আবেদন জানান যে, সঠিক ও সুষ্টু তদন্তের মাধ্যমে মেহের পাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মাহবুবুল হাসানের প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করে শাস্তি প্রদানের ব্যবস্থা করুন। অন্যথায় মিত্যা ও ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় রাসেল মাহমুদ, নোবেল মাহমুদসহ সমগ্র পরিবার ও নাবালিকা সন্তানদের ভবিষ্যত জীবন ঘোর অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে।

মানবন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ভয়েস অব কনসাস সিটিজেন (ভিসিসি)’র চেয়ারপার্সন, বিশিষ্ট সাংবাদিক, রাজনীতিক ও লেখক মোহাম্মদ গোলাম মোস্তফা ভুইয়া।

বক্তব্য রাখেন রাসেল মাহমুদের বাবা হাবিবুর রহমান, স্ত্রী হ্যাপী বেগম, ছোট ভাই হিমেল মাহমুদসহ স্থানীয় সচেতন নাগরিক মো. সুমন, মো. বুলবুল, মো. মিজান প্রমুখ।

শেয়ার করুন
More News Of This Category
ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102