বিশেষ প্রতিনিধি :- রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নে মোহনপুর বাজারে জামায়াতে ইসলামী কর্মী ও সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২ নভেম্বর বিকেলে ইউনিয়নের মোহনপুর বাজারে মাঝবাড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর এ আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন মাঝবাড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আবু তালেব।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি হারুন অর রশিদ।
এছাড়াও রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর বায়েতুলমাল সম্পাদক ফেরদৌস রহমান, রাজবাড়ী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ সোলাইমান মুন্সি, কালুখালী উপজেলা জামায়াতের ইসলামীর আমীর মাওলানা আব্দুর রব, বালিয়াকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল হাই জোয়াদ্দার, পাংশা পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, মদাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ফিরোজ আহমেদ, পাংশা পৌর ৮ নং ওয়ার্ডের জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মোঃ এনামুল হক, কালুখালী উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা এখলাছুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।