December 21, 2024, 4:46 pm
শিরোনামঃ
সরকার যেভাবে নির্বাচনের তারিখ দিয়েছে, তা গ্রহণযোগ্য নয়: ১২ দলীয় জোট গুচ্ছ ভর্তি নিয়ে আজ সভায় বসছেন উপাচার্যরা, আলোচনায় দুই এজেন্ডা দেশে চাঁদাবাজি বন্ধ হয়নি, চাঁদাবাজ পরিবর্তন হয়েছে: হাসনাত আবদুল্লাহ গাইবান্ধায় সাঘাটা উপজেলায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া আহত ৪০ ঝিনাইদহ প্রেস ইউনিটির দপ্তর সম্পাদকের উপর হামলা অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী রোডম্যাপ সন্দেহজনক: রুহুল কবির রিজভী উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ মারা গেছেন বাংলাদেশ কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতি প্রমাণের ওপেন চ্যালেঞ্জঃ হাসনাত আবদুল্লাহ ঢাকার কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতদলের মধ্যে তিন ডাকাতের আত্মসমর্পণ, দেশীয় অস্ত্র উদ্ধার

রাজধানী মোহাম্মদপুরের বাঁশবাড়ি পূজামণ্ডপ পাহারায় ছাত্রদল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Thursday, October 10, 2024
  • 56 Time View

মোঃ ইব্রাহিম হোসেনঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে রাজধানীর মোহাম্মদপুর বাঁশবাড়ী পূজামণ্ডপ পাহারা দিচ্ছে ঢাকা মহানগর পশ্চিম জাতীয়তাবাদী ছাত্রদল। সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে এবং সকলের জন্য নিরাপদ দেশ গঠন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই পূজামণ্ডপ পাহারা দিচ্ছে বলে জানা গেছে।

এসময় উপস্থিত ছিলেন ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. কাউসার খাঁন ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের প্রতিষ্ঠাতা সহ-সাংগঠনিক সম্পাদক আনিসুল হক টিপু।

এতে সার্বিক সহযোগিতায় রয়েছেন সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আকরাম হোসেন, মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতা শুক্কুর ইসলাম, ছাত্রনেতা আলী, ছাত্রনেতা রাকিব, ৩১নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরিফ হাসান বিজয়, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, ৩৪নং ছাত্রদলের সাবেক আহ্বায়ক তুষার, ৩৪নং ওয়ার্ড ছাত্রদল নেতা সরদার মারুফ, ২৯নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সদস্য সচিব রেজাউল ইসলাম, যুগ্ম- আহ্বায়ক রিপন, সরকারি গ্রাফিক আর্টস ছাত্রদল নেতা সাহস হাসান, ৩৩নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য মনির হোসেন, রিয়াজ, ৩২নং ওয়ার্ড ছাত্রনেতা সাকিব প্রমুখ।

বাঙালি হিন্দুর প্রধান এবং সবচেয়ে বর্ণাঢ্য ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক উৎসব শারদীয় দুর্গাপূজা। আনন্দময়ী দুর্গতিনাশিনী মা দুর্গার আগমনবার্তায় চরাচর আনন্দমুখর হয়ে ওঠে। এবারও তার ব্যতিক্রম ঘটছে না।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর দেশের ৩১ হাজার ৪৬১টি মন্দির ও মণ্ডপ এবার পূজা হবে। গত বছর এই সংখ্যা ছিল ৩২ হাজার ৪০৮টি।

পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, “প্রস্তুতি নিতে অপারগ হওয়ায় ও বন্যার কারণেও দুর্গত এলাকায় কোথাও কোথাও পূজার্থীরা এবার পূজার আয়োজন করতে পারেননি।” তবে ঢাকা মহানগরে এবার ২৫২টি পূজা অনুষ্ঠিত হচ্ছে, গত বছর হয়েছিল ২৪৮টিতে।সে হিসেবে মহানগরে পূজামণ্ডপ চারটি বেড়েছে।

তিনি আরো জানান, মহাষষ্ঠীর পর ১০ অক্টোবর মহাসপ্তমী, ১১ অক্টোবর মহাঅষ্টমী, ১২ অক্টোবর মহানবমী ও দশমী পূজা এবং ১৩ অক্টোবর বিসর্জন। বিসর্জনের আগে রাজধানীসহ সারা দেশে বিজয়া শোভাযাত্রা হবে।

শেয়ার করুন
More News Of This Category
ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102