December 21, 2024, 4:12 pm
শিরোনামঃ
সরকার যেভাবে নির্বাচনের তারিখ দিয়েছে, তা গ্রহণযোগ্য নয়: ১২ দলীয় জোট গুচ্ছ ভর্তি নিয়ে আজ সভায় বসছেন উপাচার্যরা, আলোচনায় দুই এজেন্ডা দেশে চাঁদাবাজি বন্ধ হয়নি, চাঁদাবাজ পরিবর্তন হয়েছে: হাসনাত আবদুল্লাহ গাইবান্ধায় সাঘাটা উপজেলায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া আহত ৪০ ঝিনাইদহ প্রেস ইউনিটির দপ্তর সম্পাদকের উপর হামলা অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী রোডম্যাপ সন্দেহজনক: রুহুল কবির রিজভী উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ মারা গেছেন বাংলাদেশ কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতি প্রমাণের ওপেন চ্যালেঞ্জঃ হাসনাত আবদুল্লাহ ঢাকার কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতদলের মধ্যে তিন ডাকাতের আত্মসমর্পণ, দেশীয় অস্ত্র উদ্ধার

বাউফলের সরকারি কবরস্থানে অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Friday, October 4, 2024
  • 34 Time View

সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলের কালাইয়া বন্দরে সরকারি কবরস্থানের জায়গা দখল করে মাদক ব্যবসা সহ অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় ছাত্র-জনতা ও মুসুল্লিরা।

শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার কালাইয়া বন্দর বড় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয় ছাত্র-জনতা ও মুসুল্লিরা।

মিছিলটি বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কবরস্থানে গিয়ে শেষ হয়। পরে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- স্থানীয় বাসিন্দা মো. আবুল হাসান মুনসুর, কালাইয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও খতিব আবদুল হাই, সাংবাদিক মো. মাসুম সিদ্দিকি, ব্যবসায়ী মাইনুল ইসলাম, শিক্ষার্থী মো. নাদিম রহমান, মো. মুরাদ ও ইমরান।

বক্তারা বলেন,‘ আওয়ামী লীগের দীর্ঘ ১৬ বছরের ক্ষমতা আমলে ক্ষমতার অপব্যবহার করে কালাইয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান ওরফে মিজান মোল্লা সরকারি কবরস্থানের মধ্যে অবৈধভাবে টিনশেড ঘর তুলে মাদকের আখড়া বানিয়েছেন। পবিত্র করবস্থানে বসে তারা মাদক বিক্রি, সেবন ও জুয়ার আসর সহ অনৈতিক কর্মকা- করতেন। এ মাদক ব্যবসা পরিচালনা করতে রেজাউল সরদার ওরফে রেজু, তার স্ত্রী রুনু। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

মাদকের আখড়া উচ্ছেদের দাবি তুলে বিক্ষোভকারী বলেন,‘ করবস্থান পবিত্র জায়গা। এখানে আমাদের দাদা-দাদি, মা-বাবা সহ আত্মীয় স্বজনকে সমাধিত করা হয়েছে। এখানে এমন অনৈতিক কাজ চলছে পারে না।

এর আগে গতকাল (বৃহস্পতিবার) করবস্থানের চারপাশে দেয়াল, ঘাটলা ও মসজিদ নির্মাণ ও মাদকের আখড়া উচ্ছেদের জন্য উপজেলা নির্বাহী অফিসার, সেনা ক্যাম্প কমান্ডার ও ওসির কাছে গণস্বাক্ষরসহ লিখিত আবেদন দিয়েছেন স্থানীয়রা।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন,‘ মাদকের আখড়া উচ্ছেদ ও কবরস্থান উন্নয়নে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন
More News Of This Category
ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102