ডেস্ক রিপোর্টঃ নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর বিসিবির নতুন সভাপতি হয়েছেন সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ।
বিসিবির পরিচালনা পর্ষদের ভোটে সভাপতি মনোনীত হয়েছেন ফারুক আহমেদ। এর আগে তাঁকে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে প্রথমে বিসিবির পরিচালনা পর্ষদে যুক্ত করা হয়। আগেই পদত্যাগ করা জালাল ইউনুসের শূন্য স্থানে ফারুক আহমেদকে যুক্ত করা হয়।
এরপর অনুমিতভাবে তিনি পরিচালনা পর্ষদের ভোটে সভাপতি মনোনীত হয়েছেন। ফারুককে ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে বিবেচনার ক্ষেত্রে দুটি বিষয় কাজ করেছে। প্রথমত, দুই মেয়াদে প্রধান নির্বাচক হিসেবে তাঁর সাফল্য। দ্বিতীয়ত, তাঁর স্বাধীন ও দৃঢ়চেতা মানসিকতা।
প্রথম মেয়াদে ফারুকের হাত ধরেই সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমের মতো এখনকার তারকাদের পথচলা শুরু হয়েছিল। সেই সময়ে ওয়েস্ট ইন্ডিজে ২০০৭ বিশ্বকাপে ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো দলকে হারিয়েছিল বাংলাদেশ। প্রথমবারের মতো উঠেছিল বিশ্বকাপের সুপার এইটেও। এরপর দ্বিতীয় মেয়াদে ২০১৩ সালে আবার প্রধান নির্বাচক হন ফারুক।
এই সময় নিজেদের ক্রিকেট ইতিহাসের সোনালি সময় পার করে বাংলাদেশ। তবে বিসিবির সঙ্গে তাঁর শেষটা ছিল ভুলে যাওয়ার মতো।