মোঃ ইব্রাহিম হোসেনঃ আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে ঢাকা-১৩ আসনের উন্নয়নের রূপকার বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ভাইকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে বলে জানিয়েছেন তার সহধর্মিণী অ্যাডভোকেট সৈয়দা আরজুমান বানু নার্গিস।
সোমবার (৪ ডিসেম্বর)রাজধানী মোহাম্মদপুর টাউন হল থানা আওয়ামী লীগ অফিসে মোহাম্মদপুর থানা মহিলা আওয়ামী লীগের আয়োজনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে উঠান বৈঠক ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোহাম্মদপুর থানা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিসেস বিউটি সাঈদ এর সভাপতিত্বে এবং ৩১ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন বেগম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের সহধর্মিণী অ্যাডভোকেট সৈয়দা আরজুমান বানু নার্গিস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত কাউন্সিলর ও মোহাম্মদপুর থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহিন আক্তার সাথী, সংরক্ষিত কাউন্সিলর ও মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রোকসানা আলম, মোহাম্মদপুর থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা হোসেন কলি।
এসময় উপস্থিত ছিলেন, মোহাম্মদপুর থানা এবং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
উঠান বৈঠক ও আলোচনা সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থী ঢাকা-১৩ আসনের উন্নয়নের রূপকার বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে নেতাকর্মীদের কাজ করতে হবে। যেকোন মূল্যে বিজয়ী করতে হবে নৌকাকে। শেখ হাসিনার হাত শক্তিশালী করতে নৌকার বিজয়ের কোন বিকল্প নেই। নৌকা উন্নয়নের প্রতীক। নৌকা সার্বভৌমত্বের প্রতীক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আজ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নে রোল মডেল।