যতবারই হত্যা কর জন্মাবো আবার হয়তো কোনো প্রিয় বাঙালীর ঘরে,
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালীর অসাধারণ সুন্দর ইতিহাস সৃষ্টিকরে।।
মীর জাফর নির্লজ্জ্য খুনি মধ্য রাতে ১৫ই আগস্টে হত্যা করে ছিলি,
বাংলার সারে সাতকোটি অভাগা বাঙালীর নয়নের মণি তুই কেড়ে নিলি।।
প্রিয় বঙ্গবন্ধুকে নিয়ে খেলেছিস অসাধারণ অনেক রঙের খেলা,
প্রতিটি ফোটা রক্তের হিসাব চাই আগামী প্রজন্মের কাছে বয়ে যায় বেলা।।
অসাধারণ বাংলার মানুষ আজওগাল দেয় মীর জাফরের নাম দিয়ে,
হাজার বছরের শ্রেষ্ঠবাঙালী আল্লাহ্তালার জান্নাত যেনো যায় পেয়ে।।
তাই যতবারই হত্যা করো জন্মাবো আবার অসাধারণ দারুণ সূর্য হয়ে,
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী আষ্টে পিষ্টে জড়িয়ে সকল বাঙালীর হৃদয়ে।।
৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু ঐ লক্ষ মানুষের ভিড়ে ছিলেন জনতায় ঘেরা,
আজ সারা পৃথিবীতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী তার ভাষণেই সেরা।।
যতবারই হত্যা কর জন্মানো আবার হৃদয়ে বাঙালীর হয়ে চাঁদের আলো,
অসাধারণ বাংলার মানুষ প্রাণবন্ত থাকেন যেনো প্রকৃতির মাঝে ভালো।।
লিখবো এবার শক্ত হাতে ইতিহাস ভিত্তিক কবিতা কাগজের পাতা ভরে,
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালীর জন্যেই বঙ্গ জননীর চোখে অশ্রু ঝরে।।
যতবারই হত্যাকর ইতিহাস সাক্ষী বাঙালীর ঘরে জন্মাবে আমার কন্ঠস্বর,
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বেঁচে থাকবে বাঙালীর হৃদয়ে হাজার বছর।।