আমি দুঃখ ভালবাসি,
দুঃখ না থাকলে সুখকে ভালো করে চেনা যেত না।
অভাবকে ভালোবাসি আমি,
অভাব না থাকলে কর্মোদ্যম পাওয়া সহজ হত না।
ভুলকে আমি হেলা করি না,
ভুল না করলে সঠিক পথ জানা হত না।
সময় আমি নষ্ট করি না,
চলে যাওয়া সময় কখনো ফেরত আসে না।
যে আমাকে হিংসা করে,অপমান করে,ছোট করায়
খুশি হই আমি,
সে আমাকে আপন আর শত্রু চিনতে শেখায়।
ঘৃণা করি পাপকে,ঘৃণা পাপীকে নয়।
পাপিকে সংশোধন করা যায়,
পাপ সংশোধন সহজ নয়।
আমি মান্য করি তাকে,
নিজের হাতে যে ময়লা আবর্জনা সরায়।
সম্মান করি তাকে,
নিজের ঘাম ঝরিয়ে যে অন্যের আহার যোগায়।
বিপদে আমি ভয় করিনা,
ভয় পেলে বুদ্ধি নষ্ট হয়।
আশ্রয় নিলে রবের কাছে,
মুক্তি পাওয়া সহজ হয়।
আমি কথা বলি নিজের সাথে রবের সাথে,
সব কথা বলি আমার কবিতায়।
আমি ছিলাম,আমি আছি
জানা নেই যাব কোথায়।
করতে হবে ভালো কিছু,
সময় না ফুরিয়ে যায়।
সবাই মনে রাখবে আমায়
থাকবো বেঁচে স্মৃতির পাতায়।