March 11, 2025, 1:47 am
শিরোনামঃ
জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে পঙ্গু হাসপাতালের কর্মীদের সংঘর্ষ, কর্মবিরতি বিএনপির সন্ত্রাসীরা আওয়ামী তাণ্ডবকে হার মানিয়েছে, ঝিনাইদহের ঘটনা প্রসঙ্গে জামায়াত মোহাম্মদপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি শট-লং নাইট ক্রিকেট টুর্নামেন্টে অনুষ্ঠিত বাউফলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা এখন তো ছাত্রলীগ-যুবলীগ নেই, তাহলে কারা এই হিংস্রতার সঙ্গে জড়িত : রুহুল কবির রিজভী বাউফল প্রেসক্লাবে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল মাগুরায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে রাজধানী মোহাম্মদপুরে মানববন্ধন বাংলাদেশে সরকার বদল হলে ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের পরিবর্তন হতে পারে: ভারতীয় সেনাপ্রধান ‘জামায়াতের সঙ্গে বেহেশতেও যাব না’ ঘোষণা দেওয়া কাদের সিদ্দিকী জামায়াতের ইফতার মাহফিলে ঈদে নিজেরাই বাসার নিরাপত্তা নিশ্চিত করে বাড়ি যাবেন : শেখ মো. সাজ্জাত আলী

একুশে আগস্ট গেনেট হামলা, মেয়র হানিফ ও মায়ার ভুমিকা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Friday, August 18, 2023
  • 144 Time View
আগস্টের দাবানলে বাঙালি জাতি, ১৫ আগস্টে যাকে বাঁচিয়ে রেখেছো মাবুদ, তার জীবনকে ২১ বার হামলা থেকে জীবন দান করেছো। ২১ আগস্ট আর একবার রক্ষা করেছো, পয়াত মেয়র হানিফ এর জীবনের বিনিময়ে। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বাঙালি কি ভুলতে পারবে ? মায়া, হানিফ এর মানব ঢালে আমাদের শেখ হাসিনা। বেগম আইভি রহমান সহ অগুনিত শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা। ইতিহাস বড় নির্মম, রাজনীতি কি তার চেয়ে ও নির্মম ? অপ্রতিরোদ্ধ ঢাকা মহানগর আওয়ামীলীগের সভাপতি মেয়র হানিফ ছিলেন, বাঙালি জাতির মুক্তির ৬ দফার টাইপিস্ট, বঙ্গবন্ধু একান্ত সচিব, জাতির পিতার পরিবারের অসময়ের বন্ধু, জনতার মঞ্চের মহানায়ক, ৯৪ মেয়র নির্বাচনে আওয়ামীলীগের চালিকাশক্তি। মেয়র হানিফ এর ইতিহাস ও অবদান লেখে শেষ করা যাবে না। বঙ্গবন্ধু কে হারিয়ে আওয়ামীলীগ নিঃশ্ব হয়েছিলো। প্রান সঞ্চালন করেছিলেন মেয়র হানিফ। তার চলে যাওয়ার দিনটিতে, আত্নার মাগফেরাতের জন্য ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের কোনো নেতাকে আজিমপুরে দেখিনি।সভায় খুবএটা স্মরণ করা হয় না। ঢাকা মহানগর কমিটি ভেঙে দিতে চেয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা কি আওয়ামীলীগের জন্য কোনো অবদান রাখতে পারছে না ? গুলশানের নির্বাচনে ১১% ভোট, অনেক প্রশ্নের জন্ম দিয়েছে।ঢাকা,ঢাকাইয়া নেতৃত্বের অভাব অনুভব করছে, হয়তো।
মায়া-হানিফ জুটি, ঢাকা মহানগর আওয়ামীলীগের স্বর্ণ যোগ, অপ্রতিরোদ্ধ সংগঠন। ওয়ার্ড ইউনিয়ন ছিলো উজ্জীবিত। সভা শেষে উপদেশের পাশাপাশি পাঁচশত টাকা দেওয়া হতো কর্মসুচি বাস্তবায়নের জন্য। বাকী টাকার জন্য হিতাকাঙ্ক্ষী অভাব ছিলো না। মহানগরের সভা ও উপদেশ আছে,কর্মসুচির জন্য টাকা নাই। ১৪ বছর ক্ষমতায় থাকার জন্য, টাকা দেওয়া হিতাকাঙ্ক্ষী নাই।
মেয়র কাউন্সিলর ও মতোপ্রার্থক্য নেতাদের সমন্বয়হীন ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগ চলছে, আলহাজ্ব মোঃ সাদেক খান এমপি ও একেএম রহমতুল্লাহ এমপির মাধ্যমে শেখ হাসিনার দেওয়া কমিটিতে। জাগ জমক ইউনিট সম্মেলন, ওয়ার্ড থানার সিভি গ্রহনে দীর্ঘ সময়, অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। একুশে আগস্ট স্মরণ সভায়, মেয়র হানিফ, আইভি রহমান সহ আত্নদান কারীদের আত্নার শান্তি কামনা করছি। অবদানের স্বীকৃতি ছাড়া দলিয় ঐক্য প্রতিষ্ঠা করা যায় না।
টাকাওলারা কাউন্সিলর, সভাপতি, সম্পাদকের পদ চাইবে টাকা কামাইতে। দলের দুঃসময় থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অনুভূতির জন্য স্যালুট।
মন্ত্রী এমপিদের যারা সমালোচনা করে, তারা দলের জন্য কিছু করতে পারে না। নেতৃত্বের সমালোচনা না করে, দলের দুর্বলতাকে পরিত্যাগ করার পরামর্শ দান করুন।
লেখকঃ বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব, রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের চলতি দায়িত্ব প্রাপ্ত সভাপতি ও খাস খবর বাংলাদেশ পত্রিকার সম্মানিত উপদেষ্টা মন্ডলী জনাব রবিউল আলম।
শেয়ার করুন
More News Of This Category
ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102