December 21, 2024, 11:59 am
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী রোডম্যাপ সন্দেহজনক: রুহুল কবির রিজভী উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ মারা গেছেন বাংলাদেশ কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতি প্রমাণের ওপেন চ্যালেঞ্জঃ হাসনাত আবদুল্লাহ ঢাকার কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতদলের মধ্যে তিন ডাকাতের আত্মসমর্পণ, দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা দেখছি না: বদিউল আলম মজুমদার নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশ বিএনপিঃ মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা মহান বিজয় দিবস উপলক্ষে “শংকর সামাজিক সংগঠন” কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা গাজীপুরে টঙ্গীর ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি

রাজধানী মোহাম্মদপুর ক্লাবের উদ্যোগে প্রতিদিন ইফতার করেন শত মানুষ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Monday, April 18, 2022
  • 1580 Time View

মোঃ ইব্রাহিম হোসেনঃ পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে ‘মাসব্যাপী সবার জন্য ইফতার’ করার সুবিধা করে দিয়েছে রাজধানী মোহাম্মদপুর ক্লাব। প্রতিদিন শত শত মানুষ বিনা পয়সায় এখানে ইফতার করতে পারছেন।

১৮ এপ্রিল ২০২২ রোজ সোমবার সরেজমিন গিয়ে দেখা যায়, রাজধানী মোহাম্মদপুর ক্লাব পার্কের মধ্যে বিকেল হতেই উদ্যোক্তারা প্লেট গ্লাস গোছানোর কাজ শুরু করেন। ইফতারের আধা ঘণ্টা আগে থেকেই দু’একজন করে মানুষ এসে বসতে শুরু করেন। ১৫-২০ মিনিটের মধ্যেই পরিপূর্ণ হয়ে যায় মোহাম্মদপুর ক্লাব পার্কের মধ্যে ইফতারের বস্তার স্থান। এখানে অসহায়, ছিন্নমূল, শারীরিক প্রতিবন্ধী, ভিক্ষুক, রিকশাচালক, শ্রমজীবী, শিক্ষার্থী, পথচারী নানা শ্রেণির মানুষকে ইফতার করতে বসতে দেখা যায়।

এ বিষয়ে মুক্তিযোদ্ধা কমান্ডার (মরহুম) শহীদ নিজাম উদ্দিন আহমেদ এর সন্তান ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানার ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের্ কার্যনির্বাহী পরিষদের সদস্য ও মোহান্মদপুর ক্লাবের সভাপতি মোঃ মিজানুর রহমান লিটন, খাস খবর বাংলাদেশকে বলেন, অসহায়, দরিদ্র এবং পথচারীদের ইফতারের সুবিধার জন্যই ক্লাবের পক্ষ থেকে এ আয়োজন করছেন। এখানে শত শত মানুষের জন্যে পর্যাপ্ত ইফতারের আয়োজন করা হয়। আগত লোকজনের সেবায় যথাযথ লোকবলও রয়েছে। মানুষ অনেক তৃপ্তি নিয়ে এখানে ইফতার গ্রহণ করেন।

মোঃ মিজানুর রহমান লিটন দেশে ও বিদেশে সকলের উদ্যেশ্যে বলেন, আপনারা যারা মা-বাবা, আত্মীয় স্বজনদের জন্য দোয়া করাতে চান, রোজাদারদের ইফতারি করাতে চান, তারা সরাসরি মোহাম্মদপুর ক্লাবে এসে যোগাযোগ করবেন। আমাদের মোহাম্মদপুর ক্লাবে রোজাদারদের ইফতারি করানোর জন্য আলাদা একটি কমিটি আছে। তাদের মাধ্যমে আমরা প্রতিদিন রোজাদারদের ইফতারির আয়োজন করে থাকি।

তিনি ক্লাবের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চেয়ে, বলেন আল্লাহ তায়ালা আমাদের যেন সেই তৌফিক দান করেন। আমরা যেন প্রতিদিন রোজাদারদের জন্য এই আয়োজন করতে পারি।

শেয়ার করুন
More News Of This Category
ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102