শৈলকূপায় আনন্দ উৎসব পরিবেশ ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিল// চেয়ারম্যান পদে ২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে
রিপোর্টারের নাম
আপডেট সময় :
Thursday, December 9, 2021
312 Time View
সাহিদুল এনাম পল্লব:
ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে আনন্দ উৎসব পরিবেশর মধ্যে দিয়ে শেষ হল ইউপি নির্বাচনের মনোনয়ন পত্র দাখিল। সকাল ১০টার দিকে ইউনিয়ন নির্বাচনে অংশ গ্রহণ কারী চেয়ারম্যান, মেম্বর ও সংরক্ষিত মহিলা মেম্বরের কর্মী সমর্থকদের নিয়ে উপজেলার ১২ টি ইউনিয়ন থেকে মোটর সাইকেল ইঞ্জিন চালিত ভ্যান যোগে মানুষের ঢল নামে শৈলকূপা উপজেলা চত্বরের আসে পাশে। এই সময়ে পাশের রাস্তাগুলিতে ব্যপক যান জোটের সৃষ্টি হয়। এবারের নির্বাচনে শৈলকূপার ১১ নং আবাইপুর ইউনিয়ন থেকে আওয়ামীলীগের সমর্থনে নৌকা প্রতীকের প্রার্থী হিসবে মনোনয়ন দাখিল করেন শৈলকূপার প্রবীণ আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মুক্তার আহমেদ মৃধা। তার মনোনয়ন দাখিলের সময়ে উপস্থিত ছিল ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব আব্দুল হাই, সাবেক উপজেলা চেয়ারম্যান ও প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যাপক আবেদ আলী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হাকিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মতিয়ার রহমান, যুগ্ম আহবায়ক সরোয়ার জাহান বাদশা। নানা কারনে আলোচিত সৎ নির্ভীক আওয়ামীলীগ প্রেমী এই প্রার্থী গত ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেও তখন প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী হেলাল বিশ্বাস তৎকালীন প্রশাসনের সহযোগিতায় অর্থ ও লাঠিয়াল বাহিনীর নৈরাজ্যের মুখে নৌকা প্রতীক নিয়েও নির্বাচন বর্জনের ঘোষণা দিতে বাধ্য করান হয়। সেই কারনে ঝিনাইদহ জেলার মধ্যে এবারও বিশেষ আলোচিত আবাইপুর ইউনিয়ন। এবারও এই ইউনিয়ন থেকে চেয়ারম্যান পড়ে মনোনয়ন জমা দিয়েছেন সাবেক চেয়ারম্যান হেলাল বিশ্বাস। ইউনিয়ন বাসীর মধ্যে কথিত আছে যে গত নির্বাচনে হেলাল বিশ্বাস ৩ কোটি টাকা খরচ করেছিল চেয়ারম্যান হওয়ার জন্য।
শৈলকূপার আলোচিত আরেক ইউনিয়ন হল ১০ নং বগুড়া ইউনিয়ন। সন্ত্রাস নৈরাজ্য সহ অপরাধের স্বর্গরাজ্য প্রায় ২ দশক ধরে রাজত্ব করছে চেয়ারম্যান নজরুল ইসলাম। এবার সে পায়নি নৌকার মনোনয়ন। নৌকার মনোনয়ন পেয়েছে ঝিনাইদহ জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শিমুল। সে আজ মনোনয়ন পত্র জামা দেন। তার মনোনয়ন পত্র জমা দান কালে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল হাই এমপি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হাকিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মতিয়ার রহমান, যুগ্ম আহবায়ক সরোয়ার জাহান বাদশা। ও শৈলকুপা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম সহ আওয়ামীগের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ। এছাড়া ১ নং ত্রিবেণী ইউনিয়ন থেকে নৌকা প্রতীকের পক্ষে মনোনয়ন জমা দিয়েছেন সাবেক চেয়ারম্যান সেকেন্দার আলী মোল্লা, ২ নং মির্জাপুর ইউনিয়ন থেকে সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদ, ৩ নং দিক নগর ইউনিয়ন থেকে বর্তমান চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান তপন, ৫ নং কাঁচের কোল ইউনিয়ন থেকে বর্তমান চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন জোরদ্দার, ৬ নং সারুটিয়া ইউনিয়ন থেকে বর্তমান চেয়ারম্যান মোঃ মাহামুদুল হাসান মামুন, ৭ নং হাকিম পুর ইউনিয়ন থেকে বর্তমান চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান জিকু, ৮ ধলাহরা চন্দ্র ইউনিয়ন থেকে শৈলকূপা উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মোঃ মতিয়ার রহমান, ১৩ নং উমেদপুর ইউনিয়ন থেকে বর্তমান চেয়ারম্যান মোঃ সাব্দার হোসেন মোল্লা, ১৪ নং দুধসর ইউনিয়ন থেকে সাবেক ছাত্রনেতা মোঃ শাহাবুদ্দিন সাবু, ১৫ নং ফুলহরি ইউনিয়ন থেকে বর্তমান চেয়ারম্যান মোঃ জামিনুর রহমান বিপুল। উল্লেখ্য ৮ নং ধলাহরা চন্দ্র ও ১০ নং বগুড়া ইউনিয়ন থেকে অন্য কোন ব্যক্তি চেয়ারম্যান পদে মনোনয়ন জমা না দেওয়ায় ৪ বারের মত চেয়ারম্যান হতে যাচ্ছে শৈলকূপা উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মোঃ মতিয়ার রহমান ও প্রথম নির্বাচিত হতে যাচ্ছে ঝিনাইদহ জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শিমুল। তাছাড়া বাকী ১০ টি ইউনিয়নে নৌকা প্রার্থীর বিপক্ষে শক্ত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রয়েছে।