ডেঙ্গু নিয়ে চিরুনি অভিযান, বুদ্ধিজীবী স্মৃতিশৌধ ও রায়ের বাজার নির্মানধিন খেলা মাঠে পানি জমে আছে মাসের পর মাস
রিপোর্টারের নাম
আপডেট সময় :
Monday, August 23, 2021
192 Time View
জনাব রবিউল আলমঃ
নির্মানধিন বাড়ী ও ছাঁদে, ফুলের টপে, টায়ার, জমানো পলিথিনে ডেঙ্গুর লালা পাওয়া যাচ্ছে। ঢাকা উত্তর, দক্ষিন সিটি কর্পোরেশন প্রানপন চেষ্টা করছেন, নাগরিক জীবনকে নিরাপদ রাখার জন্য। প্রতিটি নাগরিক, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর একটু সহায়তা করবেন : আমরা আশা করতেই পারি। বাড়ীর চিপায় জমানো পানির জন্য নাগরিকদের জরিমানা করা হচ্ছে। প্রকাশ্যে সিটি কর্পোরেশনের কাউন্সিলররা সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানে পানি জমিয়ে ডেঙ্গু সৃষ্টি করছে ? না-কি সেবা দিতে ব্যর্থ হচ্ছে ? পানি জমিয়ে রাখার জন্য জরিমানা, না-কি ব্যর্থতার জন্য জবাব দিহিতা। একটা কিছু সিটি কর্পোরেশনকে করতেই হবে, না-হয় জনগণের ভোটে, জনগণের ট্যাক্সে, জনগণের সেবক, জনগণকে জরিমানার জন্য কি জবাব দিবেন ? আইন সবার জন্য সমান, আমরা কি করে বলবো ? একজন জনপ্রতিনিধি ভোটের সময় নির্বাচনি অঙ্গিকার করেন। জনসেবার ফুলঝুরি ফুটান। চেয়ারম্যান মেম্বার কাউন্সিলরের অধিনে যা নাই, সেই সমস্যার ও সমাধানের আশ্বাস প্রদান করেন। গ্যাস-বিদ্যুৎ পানি থেকে মাদক সন্ত্রাস, ময়লা আবর্জনা।মাইক পাইলে আর থামানো যায় না। নির্বাচনের পরে আমরা যারা তাদের হয়ে ভোট চাইতে গিয়ে ছিলাম ? আমাদের অবস্থা বিবেচনা করুন, মাননীয় মেয়র। দেশের শ্রেষ্ট সন্তান বুদ্ধিজীবীদের স্মৃতিস্তম্ভ সামনেই।কর্পোরেশনের নির্মানধিন খেলার মাঠে বাথরুমের উপরে মাসের পর মাস পানি জমিয়ে রাখা হয়। ময়লা আবর্জনার স্তুপ করে রাখা হয়, তবে কি আমাদের চিরুনি অভিযান স্বার্থক হবে ? সরকারে আছি, দলের দায়ীত্ব পালন করছি, শহিদ বুদ্ধিজীবীদের লাশ উত্তোলন করেছি, স্মৃতির পাতায় বহন করছি পাকিস্তান হানাদার বাহিনীর নির্ম্মতা।আজও বুদ্ধিজীবীদের সম্মানের স্থানটা পরিস্কার পরিছন্ন ও ভাবগাম্ভীর্য বজায় রাখতে না পারলে, এ লজ্জা রাখবো কোথায় ? আমাদেরকে লজ্জা থেকে বাচান। প্রতিটি কাউন্সিলর কে তার নির্বাচনি এলাকার জন্য জবাব দিহিতায় আনতে হবে। শুধু জনগণের জবাব দিহিতায়, জরিমানায় নগর ও নাগরিক সুবিধা নিশ্চিত হবে না।
লেখকঃ বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব ও রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব রবিউল আলম।