May 19, 2024, 4:05 pm
শিরোনামঃ
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মৎস্যজীবী লীগের উদ্যোগে আলোচনা সভা বিচার ব্যবস্তার সুচনার ইতিহাস জানিনা, বিতর্কের শেষ কোথায় ? বুঝতে পারছি না বঙ্গ কণ্যার স্বদেশ প্রত্যাবর্তন ও বাংলার মাটি কে বুকে ধারন, ইতিহাসের অংশ ব্রাহ্মণবাড়িয়া মুক্তিযোদ্ধা স্মৃতি পাঠাগারের কমিটি গঠন জহির সভাপতি ও লিটন সাধারণ সম্পাদক গাজায় নিজেদের গোলার আঘাতে পাঁচ ইসরায়েলি সেনা নিহত তালের শাঁস খেলে যেসব উপকার হয় ঢাকা শহরে কোনো ব্যাটারিচালিত রিকশা চলবে না: ওবায়দুল কাদের বিশ্বাস পুনর্নির্মাণের জন্য আমি বাংলাদেশ সফর করছি: ডোনাল্ড লু ভারতবর্ষে হিন্দু মুসলমানের রাজনীতি হয়,মহাত্মা গান্ধী সকল ধর্মের রাজনীতি নাই গুলিস্তান-মিরপুরের কাপড় পাকিস্তানের বলে বিক্রি করেন তনি!

গনতন্ত্র,মানবাধিকার,নির্বাচন,সংলাপ,জনগণ কী চায় ? আমেরিকা কী চায় ?

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Sunday, November 19, 2023
  • 32 Time View
বিশ্ব শান্তির জন্য প্রতিবেশীর নিরাপত্তা নিশ্চিত করার দায়ীত্ব নিতে হয়,ভারত স্পষ্ট করেছে। সিমান্ত উত্তেজনা, মৌলবাদ জঙ্গিবাদের কবর রচনার পরের ইতিহাস, রচনা করছেন বাইডেনের প্রশাসন। ভারত তার সিমান্ত নিরাপত্তার জন্য শেখ হাসিনার প্রশাসন ও বাংলার জনগণের উপর নির্ভর। পুতিন ও শি জিনপিংএর চাওয়ার বিষয় জনগণের মতামত।পশ্চিমাদের চাওয়ার তালিকা অনেক লম্বা।সচ্ছ নির্বাচন গনতন্ত্রের মুলমন্ত্র, নির্বাচনের অংশগ্রহণ করা না করা গনতন্ত্রের অংংশ। আমেরিকার না জানার কথা নয়। গাড়ীতে আগুন দেওয়া,দেশের সম্পদ নষ্ট করা,জনগণের চলাচলে বাধা পুলিশ পিটিয়ে হত্যা করা, গনতন্ত্রের কোন সংজ্ঞায় পরে ? দ্বীমুখী রাজনীতির জন্য বিশ্বে গনতন্ত্র এখন প্রশ্নবিদ্ধ।
বাঙালি জাতির পিতা, আগেই অনুভব করেছিলেন বলে সমাজতন্ত্রকে যুক্ত করে ৭২ এর সংবিধান দিয়েছিলেন। মুল কথা আমেরিকার স্বার্থ তন্ত্রের নামে চলছে গনতন্ত্র ও মানবাধিকার। হুমকি তন্ত্রে না হলে আপোষ তন্ত্র তো আছে। ভারতকে বাকে আনতে না পেরে, সংলাপতন্ত্রের আশ্রয় গ্রহন করা হয়েছে। তিন দলকে চিঠি দেওয়া হলেও ৪১ টি নিবন্ধিত রাজনৈতিক দলকে পাশকাটিয়ে। আমেরিকা কোন বৈধতা বলে এই সংলাপের চিঠি দিয়েছে ? আমার জানা নাই, বাংলাদেশ সহ বিশ্বের কোনো দেশ আমেরিকার রাজনৈতিক সমস্যার সমাধানের জন্য চিঠি দেওয়ার বৈধতা আছে কি-না, দিয়েছিলো কি-না ? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একমাত্র সরকার প্রধান, বাইডেন- ট্রাম্পের সংলাপ চেয়েছেন।তফসিল ঘোষণার পরে সংলাপ কীভাবে হবে, কী বিষয়ে,লুর চিঠিতে নির্দেশনা নাই।অংশগ্রহণ ছাড়া গনতন্ত্র,প্রতিযোগীতা ছাড়া জনগণের মুল্যায়ন হয় না। সঠিক আর বেঠিক বলার জন্যও নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। বিএনপি সংলাপে কীভাবে, কী করে আসবে ? আমেরিকার স্বার্থ রক্ষার হাতিয়ার হতে হবে বিএনপি জামাত, জনগণের জন্য রাজনীতি না করার অপরাধে। বাংলাদেশ ভারতের সম্পর্কের বিষয়ে বাধা গ্রহনযোগ্য নয়। ভারত পরিস্কার বলে দিয়েছে।
চীন,গরম ভাতে পানি দিতে পারে। আমেরিকার আম ছালা সব হারানোর চেয়ে, বিএনপি জামাতকে রাজনৈতিক বলী এখন সময়ের ব্যাপার। ইরানের শাহ,পাকিস্তানের ইমরান খান, ইরাকের সাদ্দাম লিবিয়ার গাদ্দাফি সহ আমেরিকার রাজনৈতিক বলীর শিকার হয়েছেন অনেকেই।সংলাপের অর্থ নির্বাচনে আসুন, আমরা পরে দেখছি। না এসে উপায় কী, এই দেশের জনমানুষের সাথে সম্পর্কহীন রাজনীতি দেশের জনগণের স্বার্থ রক্ষা করতে পারে না। তাদের স্বার্থ রেখে বিএনপি জামাতের স্বার্থ রক্ষা করবে না। রাজনীতির জন্য মির্জাফরের ইতিহাস পড়তে হয়, বিদেশীরা কী পুরুস্কারে ভূষিত করেছিলেন। বিএনপি জামাতকে মির্জাফরের পরিনতি ভোগ করতেই হবে,আমেরিকার উপর নির্ভর রাজনীতির জন্যে। বিএনপি এখন নাচের পুতুল,আন্দোলনে পারলো না, নির্বাচনে গেলো না, সংলাপ করবে কী নিয়ে, হাস ?
লেখকঃ বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব, রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও খাস খবর বাংলাদেশ পত্রিকার সম্মানিত উপদেষ্টা মন্ডলী জনাব রবিউল আলম।
শেয়ার করুন
More News Of This Category

Dairy and pen distribution

ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102