December 21, 2024, 1:52 pm
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী রোডম্যাপ সন্দেহজনক: রুহুল কবির রিজভী উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ মারা গেছেন বাংলাদেশ কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতি প্রমাণের ওপেন চ্যালেঞ্জঃ হাসনাত আবদুল্লাহ ঢাকার কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতদলের মধ্যে তিন ডাকাতের আত্মসমর্পণ, দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা দেখছি না: বদিউল আলম মজুমদার নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশ বিএনপিঃ মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা মহান বিজয় দিবস উপলক্ষে “শংকর সামাজিক সংগঠন” কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা গাজীপুরে টঙ্গীর ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি

স্বর্ণালংকার এর জন্য আফরোজাকে হত্যা হত্যা করা হয়

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Thursday, March 17, 2022
  • 204 Time View

মোহাম্মদ ইরফান

রাজধানীর বাড্ডায় আফরোজা সুলতানা হত্যার রহস্য উন্মোচন করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবি জানায়, হৃদয় জুয়া খেলতেন। বড় সংসার তার ওপর তিন মাসের বাসা ভাড়া বাকি। চরম অভাবে পড়ে যান তিনি। এক পর্যায়ে চিন্তা করেন বেশ কিছু টাকা হলে দূরে কোথাও গিয়ে অন্য ব্যবসা করে সংসার চালাবেন। হৃদয় ধারণা করেন, আফরোজার কাছে অনেক টাকা ও স্বর্ণালংকার আছে। কারণ গাড়ি দিয়ে আফরোজা সুলতানা বিভিন্ন ব্যাংকে টাকা জমা দিতেন। এতে তার ধারণা হয় তাকে হত্যা করে বাসা থেকে টাকা ও স্বর্ণালংকার নিতে পারবেন। এ পরিকল্পনা বাস্তবায়ন করতে এ হত্যাকাণ্ড ঘটনা হৃদয়।

মঙ্গলবার রাতে অভিযুক্ত চালক মো. হৃদয় বেপারীকে গ্রেফতার করে ডিবি।

বুধবার (১৬ মার্চ) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলন এসব তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রধান) এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, আফরোজা গুলশান-২ এর সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের কর্মরত ছিলেন। গত ১৩ মার্চ বাড্ডার গুদারাঘাটের বাসায় গলা কেটে আফরোজা সুলতানাকে হত্যা করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে সিআইডি, পিবিআই, থানা পুলিশ, গোয়েন্দা পুলিশসহ বিভিন্ন সংস্থা একত্রিত হয়ে তদন্ত শুরু করে। থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা (গুলশান) বিভাগের গুলশান জোনাল টিমও এ ঘটনার তদন্ত শুরু করে। তদন্ত চলাকালীন তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা সূত্রে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। সেই তথ্যের ভিত্তিতে হত্যাকারীকে শনাক্ত করতে সক্ষম হয় ডিবি। পরে রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হৃদয়কে গ্রেপ্তার করা হয়।

এ কে এম হাফিজ আক্তার বলেন,গ্রেফতার মো. হৃদয় ৫ম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন। এরপর থেকে তিনি নানা কাজে যুক্ত হন। ২০০৫ সালে ড্রাইভিং শেখে বিভিন্ন জায়গায় ড্রাইভার হিসেবে কাজ করেন তিনি। সর্বশেষ ২০১৫ সালে সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেডের ড্রাইভার হিসেবে যোগ দেন। সে প্রতিষ্ঠানে চাকরির সুবাদে আফরোজা সুলতানা তাকে নিয়োগ দেন।

ডিবি জানায়, গ্রেফতারের সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও চোরাই স্বর্ণালংকার উদ্ধার করেছে ডিবি। তাকে আফরোজা হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডের জন্য আদালতে পাঠাবে ডিবি।

শেয়ার করুন
More News Of This Category
ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102