December 21, 2024, 4:14 pm
শিরোনামঃ
সরকার যেভাবে নির্বাচনের তারিখ দিয়েছে, তা গ্রহণযোগ্য নয়: ১২ দলীয় জোট গুচ্ছ ভর্তি নিয়ে আজ সভায় বসছেন উপাচার্যরা, আলোচনায় দুই এজেন্ডা দেশে চাঁদাবাজি বন্ধ হয়নি, চাঁদাবাজ পরিবর্তন হয়েছে: হাসনাত আবদুল্লাহ গাইবান্ধায় সাঘাটা উপজেলায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া আহত ৪০ ঝিনাইদহ প্রেস ইউনিটির দপ্তর সম্পাদকের উপর হামলা অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী রোডম্যাপ সন্দেহজনক: রুহুল কবির রিজভী উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ মারা গেছেন বাংলাদেশ কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতি প্রমাণের ওপেন চ্যালেঞ্জঃ হাসনাত আবদুল্লাহ ঢাকার কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতদলের মধ্যে তিন ডাকাতের আত্মসমর্পণ, দেশীয় অস্ত্র উদ্ধার

সংস্কৃতি আগ্রাসনে সাম্প্রদায়িক সম্প্রিতি বিনষ্ট,স্টার প্লাস বন্ধ, প্রতিরোধে প্রতিযোগীতার প্রয়োজন আছে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Monday, November 8, 2021
  • 326 Time View

জনাব রবিউল আলমঃ

কবি দুই,ভাষা এক, দেশ দুই, সংস্কৃতি এক না হলেও কাছাকাছি। ভারতের দ্বিতীয় ভাষা বাংলা। বিনিময় তালিকায় এমন কি আছে বাংলাদেশে প্রবেশ করছে না। পৃথিবীর দ্বিতীয় দেশ হবে হয়তো ভারত আমাদের টিভি চ্যানেল প্রবেশাধিকার বিছিন্ন। ৮০ দশকে বাংলাদেশের টিভি দেখার জন্য ভারতীদের অধির আগ্রহ আমাকে ভাবিয়ে তুলতো। ভারতীয়দের কাছে আমাদের গর্ব করার বিষয় ছিলো অয়ময়, যদি কিছু মনে না করেন, ত্রিরত্ন, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে একাধিক ছবি ও নাটক। কবি কাজী নজরুল ইসলামের কীর্তন ও নাত দুই বাংলায় প্রচলিত। কবি গুরু রাবিন্দ্রনাথের কবিতা, গান, সাহিত্য দুই দেশে প্রবেশধিকার বাধাহীন।আমাদের চ্যানেলের প্রবেশধিকার কেনো নাই ? বিশেষজ্ঞরা ব্যাহ্মা করতে পারবেন। স্টার গুরুপের প্রবেশধিকার যদি বিনিময়ের জন্য প্রাথমিক হুমকি হয়, তবে আমি মনে করি যথাযথ। আলোচনার জন্য কিছু দরজা খোলা রাখা হয়েছে, অন্যাঅন্য চ্যানেল খোলা রেখে। আমি জানিনা আমাদের চ্যানেল মানিকদের কোনো ভুল আছে কিনা।না ভারত সরকারের অনিহা ? ভারতে গিয়ে যখন বাংলাদেশের খবর জান্তে না পারার জন্য মনের কষ্ট বুজিয়ে বলতে পারবোনা।মধ্যপাচ্য, ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফোন করে বন্ধু মহল শুভেচ্ছা বিনিময় করেন। আপনাকে টিভি বিতর্কে, প্রতিবেদনে, সচিবালয়ের মিটিং এ দেখলাম। ভারতে শত শত স্বজন থাকা সত্যেও একটি ফোন আসে না টিভি চ্যানেল না থাকার জন্য। বাংলাদেশের নাটক, কবিতা, শিল্প সাহিত্য, সংস্কৃতি, শেখ হাসিনার উন্নয়ন ও উদারনীতি সম্পর্কে ভারতীয়রা একে বারেই অনভিজ্ঞ, প্রচার মাধ্যম না থাকার কারনে। ভারতীয় মিডিয়ায় তথাকথিত রাজনৈতিক ব্যাক্তিরা বাংলাদেশ সম্পর্কে তিলকে তাল বানিয়ে প্রচার করে, সাম্প্রদায়ীক সম্প্রিতি বিনষ্ট করার জন্য। বাংলাদেশের সম্প্রিতি থেকে ভারতীয়রা কিছুই শিখতে পারছেন না। শেখ হাসিনার উদারনীতির জন্য বাংলাদেশের পরিবর্তন ও অর্থনীতির জিডিপি আজ ভারতীয় সরকারের প্রতিহিংসার প্রতিফল না হলেও মিডিয়ার মাথা ব্যাথার কারন হয়ে পরেছে। একটি দেশের উন্নয়নে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য শেখ হাসিনার মুল মন্ত কাজে লাগাতে পারতেন ভারতীরা, আমাদের চ্যানেল চালু থাকলে। আমাদের নাটকের আবহমান বাংলার সম্প্রিতি থেকে ভারতীয়রা কিছুটা অর্জন করতে পারতেন।সে পথ বন্ধ করে নারী পুরুষে ঝগড়ার প্রেম, প্ররোকৃয়ার নাটক গুলো জাতির উপর চাপিয়ে দিয়ে নিজের দেশে সম্প্রিতির বারোটা বাজিয়েছেন, সঙ্গে আমাদেরকেও আঘাত করেছেন। জাতির রুচির পরিবর্তন করতে চাইলে প্রতিযোগীতার প্রয়োজন আছে। দশক ভালো মন্দ বিচার করতে না পারলে গনতন্ত্র বলে কিছুই থাকেনা। সাম্প্রদায়িকতা বন্ধ করতে না পারলে ভারতীয়দের বিশ্ব অবস্থান আমি ব্যাহ্মা করতে পারবোনা।ভারতের সাম্পদায়ীক দাঙ্গা বন্ধ করতে পারতেন বাংলাদেশের, বাঙালির সংস্কৃতি গ্রহন করার মাধ্যমে।কবি গুরুর চেয়ে বড় প্রমান আর কি হতে পারে । তা না করে উপরন্ত জি,সনি,স্টার গুরুপ বাধাহীন আমাদের সংস্কৃতির, রুচির পরিবর্তন ঘটিয়ে চলেছেন একক সাম্রাজ্য মনে করে। সংস্কৃতি আগ্রাসনই বলতে পারেন। পারলে বিনিময়ের মাধ্যমে প্রতিযোগীতায় আসুন। না আসতে চাইলে জি, সনি, স্টারপ্লাস বন্ধ করে রাখুন। বাংলাদেশ এখন আর কীর্তদাশ নয়।
লেখকঃ বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব ও রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব রবিউল আলম।
শেয়ার করুন
More News Of This Category
ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102