March 12, 2025, 9:18 am
শিরোনামঃ
তারেক রহমানের পক্ষে ইফতার সামগ্রী বিতরণ করলেন আদাবর থানা যুবদল বাউফলে স্প্রেইড হিউম্যানিটি’র উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ মশিউর রহমান যাদু মিয়ার ৪৬তম মৃত্যুবার্ষিকী বুধবার জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে পঙ্গু হাসপাতালের কর্মীদের সংঘর্ষ, কর্মবিরতি বিএনপির সন্ত্রাসীরা আওয়ামী তাণ্ডবকে হার মানিয়েছে, ঝিনাইদহের ঘটনা প্রসঙ্গে জামায়াত মোহাম্মদপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি শট-লং নাইট ক্রিকেট টুর্নামেন্টে অনুষ্ঠিত বাউফলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা এখন তো ছাত্রলীগ-যুবলীগ নেই, তাহলে কারা এই হিংস্রতার সঙ্গে জড়িত : রুহুল কবির রিজভী বাউফল প্রেসক্লাবে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল মাগুরায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে রাজধানী মোহাম্মদপুরে মানববন্ধন

‘শীর্ষ পদ না পাওয়ায়’ এনসিপি থেকে পদত্যাগ করেছেন ৩ নেতা?

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Saturday, March 8, 2025
  • 32 Time View

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগ করেছেন দলটির তিন নেতা। এই তিন জনই ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের নেতাদের সমন্বয়ে গড়া দল গণঅধিকার পরিষদ থেকে এনসিপিতে যোগ দিয়েছিলেন। নতুন দলটির কেন্দ্রীয় এক নেতার দাবি, ‘শীর্ষ পদ না পাওয়ায় পদত্যাগ করেছেন তারা।’

শনিবার (৮ মার্চ) দুপুরে এনসিপির যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মাদ ফারুক এহসান এ তথ্য নিশ্চিত করেছেন। দল থেকে পদত্যাগ করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আবু হানিফ, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তর অঞ্চল) হানিফ খান সজিব ও যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুজ জাহের।

গত বৃহস্পতিবার (৬ মার্চ) এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর তিন জনই পৃথক পদত্যাগপত্র পাঠিয়েছেন। প্রত্যেকেই পত্রে ‘ব্যক্তিগত’ কারণে দলীয় পদ থেকে পদত্যাগের কথা লিখেছেন। তবে দলটির শীর্ষ ১০টি পদের মধ্যে না থাকার কারণেই তারা পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন এনসিপির একাধিক নেতা। পদত্যাগের কারণ সম্পর্কে মোল্লা ফারুক বলেন, ‘এরা প্রত্যেকেই গণঅধিকার পরিষদ থেকে এসেছিলেন। তারা চেয়েছিলেন শীর্ষ ১০ জনের মধ্যে থাকার। কিন্তু না রাখায় তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। তবে তাদের জায়গায় পরবর্তী সময়ে কারা আসবেন, সে ব্যাপারে কোনও সিদ্ধান্ত এখনও হয়নি।’

এ বিষয়ে জানতে চাইলে আবু হানিফ বলেন, ‘এ বিষয়ে (শীর্ষপদ নিয়ে) কোনও আলাপ হয়নি’। কেন পদত্যাগ করেছেন, তার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘তরুণদের বৃহৎ ঐক্যের স্বার্থে এবং তরুণদের ঐক্যবদ্ধ রাখাকে প্রাধান্য দিতেই এনসিপি থেকে পদত্যাগ করা। আমি ও আমরা নতুন দলে চলে গেলে তারুণ্যের দুটি অংশ বিভক্ত হয়ে পরস্পরের সঙ্গে বৈরী পরিবেশ তৈরি হতে পারে। যা বাংলাদেশের তরুণদের রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করবে এবং ভবিষ্যতে তরুণদের ঐক্যে বাধা হয়ে দাঁড়াতে পারে। ভবিষ্যতে তরুণদের জাতীয় ঐক্যের ক্ষেত্রে আমি গণঅধিকার পরিষদের পক্ষ থেকে নিজেকে রিপ্রেজেন্ট করতে চাই।’

‘আমরা তরুণদের মধ্যে ঐক্য চাই’ মন্তব্য করে তিনি আরও বলেন, ‘নিজ দলের তরুণদের ঐক্যবদ্ধ রেখে সারা বাংলাদেশের তারুণ্যের ঐক্যবদ্ধ রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের নিজ দল গণ অধিকার পরিষদকেই রিপ্রেজেন্ট করার সিদ্ধান্ত গ্রহণ করা।’

প্রসঙ্গত, নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করে ২৮ ফেব্রুয়ারি। এর প্রায় দুই সপ্তাহ আগে থেকে তরুণদের নতুন দলে যোগ দিতে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের ১৫ সদস্যের মধ্যে ৭ থেকে ৮ জন নেতাকর্মী যোগাযোগ করতে থাকেন। পরবর্তীতে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের নেতা আবু হানিফ, হানিফ খান সজিব, আব্দুজ জাহের ও আরিফুল ইসলাম এনসিপি-তে যুক্ত হন।

নতুন দলে এসে আবু হানিফকে যুগ্ম মুখ্য সমন্বয়ক, হানিফ খান সজিবকে যুগ্ম মুখ্য সংগঠক (উত্তর অঞ্চল) ও আব্দুজ জাহেরকে যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং আরিফুল ইসলামকে সংগঠকের পদ পান। তবে এদের মধ্যে আবু হানিফ, হানিফ খান সজিব ও আব্দুজ জাহের পদত্যাগ করেছেন ব্যক্তিগত কারণ দেখিয়ে। আরিফুল ইসলাম এখনও এনসিপিতেই আস্থা রেখেছেন বলে জানিয়েছেন এনসিপির একাধিক নেতা।

শেয়ার করুন
More News Of This Category
ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102