December 22, 2024, 2:25 am
শিরোনামঃ
সরকার যেভাবে নির্বাচনের তারিখ দিয়েছে, তা গ্রহণযোগ্য নয়: ১২ দলীয় জোট গুচ্ছ ভর্তি নিয়ে আজ সভায় বসছেন উপাচার্যরা, আলোচনায় দুই এজেন্ডা দেশে চাঁদাবাজি বন্ধ হয়নি, চাঁদাবাজ পরিবর্তন হয়েছে: হাসনাত আবদুল্লাহ গাইবান্ধায় সাঘাটা উপজেলায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া আহত ৪০ ঝিনাইদহ প্রেস ইউনিটির দপ্তর সম্পাদকের উপর হামলা অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী রোডম্যাপ সন্দেহজনক: রুহুল কবির রিজভী উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ মারা গেছেন বাংলাদেশ কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতি প্রমাণের ওপেন চ্যালেঞ্জঃ হাসনাত আবদুল্লাহ ঢাকার কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতদলের মধ্যে তিন ডাকাতের আত্মসমর্পণ, দেশীয় অস্ত্র উদ্ধার

রাজবাড়ীর কালুখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Monday, December 16, 2024
  • 47 Time View

ইমরান খান রাজবাড়ী জেলা প্রতিনিধি।।

বিশেষ প্রতিনিধিঃ রাজবাড়ীর কালুখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৬ ডিসেম্বর নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদযাপন হয়েছে।

সূর্যোদয়ের সাথে কালুখালী থানা চত্বরে ৩১ বার তপধ্বনির মধ্যে দিয়ে দিবসটির শুভ সূচনা হয়। পরে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল ৯ টায় উপজেলার রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নিবার্হী অফিসার মহুয়া আফরোজ ও কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহেদুর রহমান।

পরে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পতাকা উত্তোলন শেষে সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরের ১৪ টি স্টলের অংশগ্রহণে বিজয় মেলা অনুষ্ঠিত হয়। বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার মহুয়া আফরোজ।

এরপর উপজেলা রিসোর্স সেন্টারে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নিবার্হী অফিসার মহুয়া আফরোজ, কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহেদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মন, বীর মুক্তিযোদ্ধা কাজী শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত ও বীর মুক্তিযোদ্ধাদের সুস্থতা এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্ৰগতি করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম খতিব মাওলানা ইমরুল কায়েস।

এছাড়াও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শেষে হয়।

শেয়ার করুন
More News Of This Category
ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102