March 13, 2025, 6:07 pm
শিরোনামঃ
ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষে দোয়া মাহফিল ও ইফতার বিতরণ উপদেষ্টা মাহফুজ আলম শাহরিয়ার কবিরদের ভাষাতেই কথা বলেছেন: গোলাম পরওয়ার বিএনপির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় অধ্যাপক নার্গিস বেগমকে ফুলের শুভেচ্ছা মাগুরায় ধর্ষণের শিকার আট বছর বয়সী শিশুটি মারা গেছে সচিবালয়-শাহবাগ, যমুনাসহ কয়েক এলাকায় সভা–সমাবেশ মিছিল নিষিদ্ধ বাউফলে বিএনপি নেতার বাড়ি থেকে টিসিবির পণ্য উদ্ধার তারেক রহমানের পক্ষে ইফতার সামগ্রী বিতরণ করলেন আদাবর থানা যুবদল বাউফলে স্প্রেইড হিউম্যানিটি’র উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ মশিউর রহমান যাদু মিয়ার ৪৬তম মৃত্যুবার্ষিকী বুধবার জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে পঙ্গু হাসপাতালের কর্মীদের সংঘর্ষ, কর্মবিরতি

রাজবাড়ীতে কার্টুনিস্ট এম এ কুদ্দুসের কুলখানি অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Friday, July 21, 2023
  • 174 Time View

মোঃ ইব্রাহিম হোসেনঃ  ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) জ্যেষ্ঠ সহ-সভাপতি ও ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক, প্রখ্যাত কার্টুনিস্ট এম এ কুদ্দুসের কুলখানি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) দুপুরে মরহুমের গ্রামের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে এ কুলখানি অনুষ্ঠিত হয়।

এম এ কুদ্দুসের পরিবারের আয়োজনে কুলখানিতে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।

ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হকের নেতৃত্বে ফোরামের একটি প্রতিনিধিদল কুলখানিতে অংশ নেন। প্রতিনিধিদলে ছিলেন ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি শাহীন হাসনাত, সাংগঠনিক সম্পাদক অরণ্য গফুর, দপ্তর সম্পাদক শামীম মোল্লা প্রমুখ।

মরহুমের শোকাহত বাবা-মা, স্ত্রী ও একমাত্র কন্যাকে সান্ত্বনা দেন নূরে আলম সিদ্দিকী হক। ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক ফোরাম সর্বদা পরিবারটির পাশে থাকবে বলে এসময় তাদের আশ্বস্ত করেন তিনি।

ফোরামের প্রতি কৃতজ্ঞতা জানান এম এ কুদ্দুসের সহধর্মিণী তানিয়া সুলতানা বিথী। এসময় দেশবাসীর কাছে মরহুমের জন্য দোয়া কামনা করেন তিনি। পরে মরহুমের কবর জিয়ারত করেন ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক ফোরামের নেতারা।

উল্লেখ্য গত ১৫ জুলাই সকালে ঢাকার শাহীনবাগের বাসায় স্ট্রোক করে মারা যান কার্টুনিস্ট এম এ কুদ্দুস। মারা যাওয়ার আগ পর্যন্ত তিনি দৈনিক সংবাদে কর্মরত ছিলেন। এর আগে তিনি দৈনিক ইত্তেফাকসহ আরও কয়েকটি জাতীয় দৈনিকে কাজ করেছেন। পত্র পত্রিকায় কার্টুন এঁকে তিনি অনেক সুনাম অর্জন করেছিলেন। তার অঙ্কিত কার্টুন বিভিন্ন সময় জনসচেতনতা তৈরির পাশাপাশি দেশে আলোড়ন তৈরি করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

শেয়ার করুন
More News Of This Category
ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102