December 22, 2024, 4:01 am
শিরোনামঃ
সরকার যেভাবে নির্বাচনের তারিখ দিয়েছে, তা গ্রহণযোগ্য নয়: ১২ দলীয় জোট গুচ্ছ ভর্তি নিয়ে আজ সভায় বসছেন উপাচার্যরা, আলোচনায় দুই এজেন্ডা দেশে চাঁদাবাজি বন্ধ হয়নি, চাঁদাবাজ পরিবর্তন হয়েছে: হাসনাত আবদুল্লাহ গাইবান্ধায় সাঘাটা উপজেলায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া আহত ৪০ ঝিনাইদহ প্রেস ইউনিটির দপ্তর সম্পাদকের উপর হামলা অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী রোডম্যাপ সন্দেহজনক: রুহুল কবির রিজভী উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ মারা গেছেন বাংলাদেশ কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতি প্রমাণের ওপেন চ্যালেঞ্জঃ হাসনাত আবদুল্লাহ ঢাকার কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতদলের মধ্যে তিন ডাকাতের আত্মসমর্পণ, দেশীয় অস্ত্র উদ্ধার

বাশার আল-আসাদের পতনের নেতৃত্ব দেওয়া কে এই আবু মোহাম্মদ আল-জোলানি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Sunday, December 8, 2024
  • 34 Time View

খাস খবর বাংলাদেশ নিউজ ডেস্কঃ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার-আল-আসাদের পতন হয়েছে বিদ্রোহীদের হাতে। মাত্র অল্প কয়েক দিনের মধ্যে সিরিয়ার গুরুত্বপূর্ণ শহরগুলো দখলে নেয় বিদ্রোহী যোদ্ধারা। সবশেষ রাজধানী দামেস্ক বিদ্রোহীরা দখলে নিলে আসাদের ২৪ বছরের শাসনের অবসান ঘটে।

তবে বাশার-আল-আসাদের এই পতনের লড়াইয়ে নেতৃত্ব দেন আবু মোহাম্মদ আল-জোলানি। তিনি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রাধান। এই গোষ্ঠীটি সম্প্রতি সিরিয়ায় বড় সশস্ত্র গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করে।

২০১৬ সাল থেকে নিজের অবস্থানের জানান দিতে থাকেন গোষ্ঠীটির প্রতিষ্ঠাতা আবু মোহাম্মদ আল-জোলানি। একই সঙ্গে সিরিয়াকে বাশার আল-আসাদের হাত থেকে মুক্তি করতে এইচটিএসকে বিশ্বাসযোগ্য করে তুলতে কাজ করেন। ১৯৮২ সালে তিনি সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন। তার বাবা সেখানে পেট্রোলিয়াম প্রকৌশলী হিসেবে কাজ করতেন। ১৯৮৯ সালে তার পরিবার সিরিয়ায় ফিরে আসে। দামেস্কের অদূরে বসতি স্থাপন করে। ২০০৬ সালে জোলানি যুক্তরাষ্ট্রের সেনাদের হাতে গ্রেফতার হন। পাঁচ বছর আটক থাকেন। ২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধের সময় জোলানি ছাড়া পান।

হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) ২০১৭ সালে সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্ট প্রতিষ্ঠা করে। এর মাধ্যমে তারা দেশটির ইদলিবে প্রশাসন পরিচালনা শুরু করে। পর্যবেক্ষকদের মতে, বাশার আল-আসাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করেছে এইচটিএস ও এর প্রধান জোলানি। সূত্র: আল-জাজিরা

শেয়ার করুন
More News Of This Category
ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102