মোঃ ইব্রাহিম হোসেনঃ বাংলাদেশ কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি, আবাহনী লিঃ এর পরিচালক, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন এর জেনারেল সেক্রেটারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শেখ মোঃ জাহাঙ্গীর আলম।
বৃহস্পতিবার (১ নভেম্বর) সংগঠনের দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজার সই করা একটি পত্রে শেখ মোঃ জাহাঙ্গীর আলমকে এই দায়িত্ব প্রদান করা হয়।
উল্লেখ্য স্বাক্ষরিত পত্রের মারফৎ জানানো হয় জনাব, সংগ্রামী সালাম ও মুজিবীয় শুভেচ্ছা নিবেন। বাংলাদেশ কৃষক লীগের সংগ্রামী সভাপতি কৃষিবিদ সমীর চন্দ অসুস্থ ও কারাঅন্তরিন থাকার কারণে, তিনি কারামুক্ত ও সুস্থ হয়ে দায়িত্ব নেয়ার পূর্ব পর্যন্ত আপনাকে সভাপতির সাংগঠনিক কার্যক্রমের রুটিন দায়িত্ব ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে পরিচালনার জন্য বিশেষভাবে অনুরোধ করছে।
বাংলাদেশ কৃষক লীগের সংগ্রামী সভাপতি কৃষিবিদ সমীর চন্দ কারামুক্ত হয়ে সুস্থতার সহিত দায়িত্ব পালনের পূর্ব পর্যন্ত আপনাকে ১ নভেম্বর ২০২৪ ইং তারিখ থেকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করেছে।