পর্ব ৬৯: ”যে ইতিহাসটি বলা দরকার” : এডভোকেট খোন্দকার সামসুল হক রেজা
রিপোর্টারের নাম
আপডেট সময় :
Friday, March 18, 2022
182 Time View
এডভোকেট খোন্দকার সামসুল হক রেজাঃ
আমি প্রায়শই মস্কারার ছলে বলে থাকি, এখন সময়টা এমন,যে ব্যক্তি জীবনে পশ্চিম দিকে ফিরে আছাড়ও খায়নি,সে এখন মসজিদে ইমামতি করছে। আমার জানামতে এমনই একজন আছে, যার বাড়ি ঢাকার কাছাকাছি। কৃষক লীগ করার সুবাদে পরিচয়। একসময় খুব একটা নামাজও পড়তেন না,এখন সে একটি মসজিদের ইমাম। ওকে বললাম, নামাজ পড়াও কি ভাবে। সে বললো, সে এখন সব কিছু শিখে নিয়েছে। স্থানীয় একজন সংসদ সদস্য তাকে, তার এলাকায় তাকে একটি মসজিদের ইমাম বানিয়েছেন। আমি যে সেনছে, কথা গুলো বলতাম, ঐ ছেলেটা তার চেয়ে ভিন্ন। খুবই ভালো ছেলে। দেখলে যেকোন লোকের মায়া লাগবে।মাঝে মাঝে পারলে হেল্প করি। সে এখন ইমামের বেতনে সংসার চালাতে পারছে না। জননেত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠিত মডেল মসজিদে চাকুরি জন্য, সে এখন হন্যে হয়ে ঘুরছে। আমি তার জেলার, জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সভাপতি,আমার ৭৫ পরবর্তী দুর্দিনের সহযোদ্ধা এবং নেতা এবং আমার ঐ সময়ের আরেক জন সহযোদ্ধা, যিনি বর্তমানে ঐ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তাদের কাছে অনুরোধ করেছি। তারা আমার অনুরোধ রাখার চেষ্টা করবেন বলেছেন। একথাগুলো এনেছি, অন্য কথা গুলো একটু কঠিন করে বলার জন্য। প্রায়ই আমরা ৭৫ দেখা না দেখা নিয়ে অনেক কথা শুনি। যে বিষয় আমার বিগত পর্বেও বলতে চেষ্টা করেছি। আমার একজন প্রিয় নেতা, শেখ সেলিম ভাই, যে কথাগুলো প্রায় বলে থাকেন। এমন কি তিনি, মহান জাতীয় সংসদেও বলেছেন, যারা ১৯৭৫ এর আগে এবং পরে প্রতক্ষ বা পরোক্ষ ভাবে জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যায় জড়িত তাদের বিষয় একটি কমিশন গঠন করে,তাদের বিচারের আওতায় আনা হোক। তিনি কাদের বিষয় উল্লখ করছেন,সে বিষয় তিনি বিস্তারিত বলেননি। তিনি কি মোস্তাক,তাহের উদ্দিন ঠাকুর,নুরুল ইসলাম মঞ্জুর গংদের কথা বলেছেন বা ৭৫ এর ১৫ অগাস্ট সকালে মিছিল করে যারা শ্লোগান দিয়েছিল” দেশ প্রেমিক সেনাবাহিনী জিম্দাবাদ, খুনি মুজিব খুন হয়েছে” বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেছে বা কুকুরের গলায় জাতিরপিতার ছবি ঝুলিয়ে মিছিল করেছে । যাদের বিষয় আমার আরেক প্রিয়নেতা জাহাঙ্গির কবির নানক ভাইও তার ফেসবুকও লেখেছেন। আরেকজন খান আলতাফ হোসেন ভুলু ভাইও নাকি কি সব বলেছেন। আসলে ৭৫ দেখেননি,৭১ এর স্বাধীনতা যুদ্ধের বিষয় নিয়েই এখন আলোচনার ঝড়। ধর্মের তথাকথিত ধজ্যাধারী মমিনুলেরা কত চেষ্টাই না করেছিল, মতিঝিলের শাপলা চত্তরের কাহিনী ভুলিয়ে, বাংলাদেশে একটি তথাকথিত ইসলামীক অন্দোলনের ডাক দিতে। কিন্তু শেষ পর্যন্ত ধরা খেলো,তাও একটি জঘন্য কর্মকাণ্ডের মাধ্যমে। আসলে যে কোনো অন্দোলন এমন এমনি হয় না। নিজে যেটা করে না, অন্যকে তা করার চেষ্টা করালে, এরকমই আল্লাহ তাদের ব্যাবস্থা করে দেন। আল্লাহর মাইর দুনিয়ার বাইর, মানুষ এ জন্যই বলে। যাক যা বলতে চেয়েছিলাম ৭৫ নিয়ে। ৭১ এর রাজাকার আলবদররা, এখন কে কোথায় আছে বা বেশ শক্ত অবস্থানে আছেন,তা আমরা অনেকেই জানিনা !। কিছূদিন পূর্বে সরকার রাজাকার আলবদরদের তালিকা করতে যাচ্ছেন বলে ঘোষনা দিয়েছেন। ফলে রাজাকার গোষ্টির অনেকেই ভয় আছেন কার নাম এসে যায। এখন যদি জননেতা শেখ সেলিম ভাই বা নানক ভাই দাবী অনুযায়ী, সরকার যদি ৭৫ এর ১৫ অগাস্ট এর আগে এবং পরে, জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যায় যারা জড়িত ছিল বা ষড়যন্ত্রে ছিল,তাদেরজন্য কোনো কমিশন করে বসেন, তখন কি হবে।তখন কি তারাও রাজাকারদের মত নড়েচড়ে বসবেন এবং বর্তমান সময়ের মত, মমিনুল জামাত গংদের মত কোনো ষড়যন্ত্র এ ঝপিয়ে পড়বেন !। অনেকেই বিশ্বাস করেন ৭১ এর রাজাকার বা আলবদরদের চেয়ে ৭৫ এর বঙ্গবন্ধু হত্যাকারীরা অনেক বেশী শক্তিশালী এবং ভয়ংকর। জানিনা প্রিয় নেতা সেলিম ভাই বা প্রিয় নানক ভাই আমার এ কথাগুলো দেখলে কি ভাবে নিবেন। তাদের মত দুর্দিনের,জীবনকে বাজি রেখে রাজনিতী করা নেতারা, কি ৭৫ নিয়ে কি ভাবেন সেটা, অল্প হলেও আমি বুঝি। কেননা ৭৫ এর পর, আমার মরহুম পিতা আব্দুল আজিজ খন্দকার পটুয়াখালী কেন্দ্রিক কি কষ্ট করেছেন, আমার পিতাকে না পেয়ে আমার কলেজে পড়া বড় ভাই খন্দকার সামসুল আলমের গ্রেপ্তার,৭৫এর পর,ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আমি কি করছি, তা নানক ভাইও ভালো জানেন। আসলে এসব কথাগুলো আমরা মনের আবেগ মিশিয়ে লিখি, যেমন কবিরা কবিতা লেখে, শিল্পীরা গান বানায় এপর্যন্তই। হয়তো এজন্যই ৭১ বা ৭৫ নিয়ে অনেকেই নির্বাক !। কারন তারা ভাবেন বর্তমান সময়টাই আসল। কবে, কোন কালে কে কি ছিলেন তা কেউ দেখেননা। আর সে জন্যই অনেকে সেটা নিয়তির উপর ছেড়ে দেন। ক্রমশঃ এডভোকেট খোন্দকার শামসুল হক রেজা, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ কৃষক লীগ। ৮ এপ্রিল,২০২১