মোঃ ইব্রাহিম হোসেনঃ দেশের সার্বিক পরিস্থিতির মধ্য জাতীয় ঐক্য ধরে রাখতে সকলকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ ২৭ নভেম্বর ২০২৪ রোজ বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন বিএনপির নেতারা। ফ্যাসিবাদের দোসররা দেশকে অস্থিতিশীল করার যে চক্রান্ত করছে সে ব্যাপারে ব্যবস্থা নিতেও ড. ইউনূসকে আহ্বান জানায় দলটি। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সবাইকে শান্ত থাকার পাশাপাশি জাতীয় ঐক্য ধরে রাখতে হবে।
শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টাও ন্যাশনাল ইউনিটির কথা বলেছেন। জাতির সমস্ত ইউনিটির ক্ষেত্রে, স্ট্যাবিলিটির ক্ষেত্রে সবার মধ্যে ইউনিটির কথা বলেছেন। সেটা ছাত্র, জনতা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবার মধ্যে উনি জাতীয় ঐক্যের বার্তা দিয়েছেন।’
এদিকে বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, দেশের বর্তমান পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা হচ্ছে। ‘সাম্প্রতিককালে যে উদ্ভুত পরিস্থিতি, বিশেষ করে গত কয়েকদিন ধরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ছাত্রদের কয়েকটি কলেজের সমস্যা নিয়ে এই বিষয়গুলো নিয়ে আমরা দলের পক্ষ থেকে আমাদের উদ্বেগের কথা তাকে জানিয়েছি।’
এর আগে, সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মির্জা ফখরুলের নেতৃত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দল। পরে সন্ধ্যা ৬টার দিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক বসেন তারা। বৈঠকে অংশ নেওয়া অন্য সদস্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ।