মোঃ ইব্রাহিম হোসেনঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করেছেন ঢাকা মহানগর উত্তর আদাবর থানা যুবদল।
মঙ্গলবার (১১মার্চ) আদাবর থানা এলাকায় এই ইফতার বিতরণ করা হয়।
আদাবর থানা ৩০ নং ওয়ার্ড যুবদলের সফল সাবেক সভাপতি ও আগামী সম্মেলনে আদাবর থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী মোঃ হেলাল আহমেদ রাজুর সভাপতিত্বে ও ৩০ নং ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য সচিব আক্তার হোসেন এর সঞ্চালনায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এসময় মোঃ হেলাল আহমেদ রাজুর বলেন, রমজান মাসে রোজা রেখে গরীব মানুষগুলো যেন ভালোভাবে ইফতার করতে পারেন, সে জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব ইফতার সামগ্রীর ব্যবস্থা করেছেন। তারেক রহমানের পক্ষ থেকে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।
এসময় বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া সহ দলীয় অসুস্থ নেতাকর্মীদের রোগমুক্তি জন্য সকলের নিকট দোয়া কামনা করেন মোঃ হেলাল আহমেদ রাজু।