December 21, 2024, 4:35 pm
শিরোনামঃ
সরকার যেভাবে নির্বাচনের তারিখ দিয়েছে, তা গ্রহণযোগ্য নয়: ১২ দলীয় জোট গুচ্ছ ভর্তি নিয়ে আজ সভায় বসছেন উপাচার্যরা, আলোচনায় দুই এজেন্ডা দেশে চাঁদাবাজি বন্ধ হয়নি, চাঁদাবাজ পরিবর্তন হয়েছে: হাসনাত আবদুল্লাহ গাইবান্ধায় সাঘাটা উপজেলায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া আহত ৪০ ঝিনাইদহ প্রেস ইউনিটির দপ্তর সম্পাদকের উপর হামলা অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী রোডম্যাপ সন্দেহজনক: রুহুল কবির রিজভী উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ মারা গেছেন বাংলাদেশ কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতি প্রমাণের ওপেন চ্যালেঞ্জঃ হাসনাত আবদুল্লাহ ঢাকার কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতদলের মধ্যে তিন ডাকাতের আত্মসমর্পণ, দেশীয় অস্ত্র উদ্ধার

ঝিনাইদহে ১৬নং সুরাট ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Friday, October 11, 2024
  • 27 Time View

মোঃ ইব্রাহিম হোসেনঃ দেশের চলমান পরিস্থিতিতে দলকে আরো গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে ঝিনাইদহ সদর ১৬নং সুরাট ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) ১৬নং সুরাট ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে এ কর্মী সভার আয়োজন করা হয়।

উক্ত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ সদর উপজেলা যুবদলের সদস্য সচিব জুলফিকার আলী ভুট্টো। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ সদর থানা যুবদলের যুগ্ন আহবায়ক মমিনুল ইসলাম মিলন, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মিথুন জুয়েল বাবু। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সহ সম্পাদক এস এম ইদ্রিস আলী, সহ ইউনিয়ন যুবদল ও ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দ।

কর্মী সভায় ঝিনাইদহ সদর উপজেলা যুবদলের সদস্য সচিব জুলফিকার আলী ভুট্টো বলেন, শেখ হাসিনা জনগণের কণ্ঠস্বর ও ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন। ১৭ বছর ধরে দেশের মানুষ কথা বলতে পারেনি। আওয়ামী লীগ দেশকে কারাগারে পরিণত করেছিল। অনেক খুন, ঘুম ও নির্যাতনের পর ৫ ই আগস্টের বিপ্লবে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো। কিন্তু এখনো পূর্ণাঙ্গ স্বাধীনতা আসেনি।

তিনি আরো বলেন, ছাত্র-জনতার আন্দোলনে নিহত ৮৭৫ জনের মধ্যে বিএনপি’র ৪২২ জন নেতাকর্মী নিহত হয়েছেন। বিগত ১৭ বছর ধরে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দমনপীড়ন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদলের কোনো নেতাকর্মী রেহাই পায়নি। মামলা হয়েছে দেড় লাখ, আসামি ৬০ লাখ। বিভিন্ন সময়ে আমাদের নেতাকর্মীদের না পেয়ে তাদের পিতা, সন্তান এমনকি স্ত্রীকেও ধরে নিয়ে গেছে পুলিশ। ইতিহাস সাক্ষ্য দেয় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানসহ সকল স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে প্রতিবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বিএনপি।

জুলফিকার আলী ভুট্টো বলেন, আমরা মনে করি অন্তবর্তী সরকার শিগগিরই একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে। যুবদলের সর্বস্তরের নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধ হয়ে সঠিকভাবে কাজ করেন, তবেই বিএনপি জনগণের রায়ে রাষ্ট্র ক্ষমতায় আসবে।

শেয়ার করুন
More News Of This Category
ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102