মোঃ ইব্রাহিম হোসেনঃ কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত অপরাধ পর্যালোচনা সভায় এপ্রিল মাসের ২০২২ ইং পারফরম্যান্স বিবেচনায় বিভিন্ন ইউনিটের ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে সেরা অফিসারদের ক্রেস্ট এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।এতে কক্সবাজার জেলায় দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার নির্বাচিত হয়েছেন টেকনাফ মডেল থানার শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) নুরে আলম।
রবিবার (৮ মে) কক্সবাজার জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান এ পুরুষ্কার তুলে দেন উপ পরিদর্শক নুরে আলমের হাতে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন মোঃ হাসানুজ্জামান, পিপিএম, পুলিশ সুপার, কক্সবাজার।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার , উখিয়া-টেকনাফ সার্কেল মোঃ শাকিল আহমেদ (বিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার, মহেশখালী সার্কেল আবু তাহের ফারুকী, সহকারী পুলিশ সুপার জেলা বিশেষ শাখার খন্দকার গোলাম শাহনেওয়াজসহ নয়টি থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন ইউনিট হতে আগত ইনচার্জ বৃন্দ।
উল্লেখ্য, উক্ত অপরাধ পর্যালোচনা সভায় এপ্রিল মাসের ২০২২ ইং সালের পারফরম্যান্স বিবেচনায় বিভিন্ন ইউনিটের ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে সেরা অফিসারদের ক্রেস্ট এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।