অসাধারণ নানক ভাইয়ের ঢাকা ১৩ আসন নৌকা প্রতিক পাওয়ার জন্য,
আজকের দিনটিতে আবারও লালমাটিয়া মোহাম্মদপুর বাসী আজ ধন্য।।
লালমাটিয়া মোহাম্মদপুর বাসীরা ভুলেননি আজও নানক ভাইয়ের উপকার,
বারংবার তিনি ছিলেন ঢাকা তের আসনের অপূর্ব এক অসাধারণ রূপকার।।
প্রধানমন্ত্রীর নির্দেশেআবারও মোহাম্মদপুর ১৩ আসনে ফিরে এলেন,
আজকের দিনটিতে নানক ভাই সারা দেশে রাজনীতির পাখা মেলেন।।
অসাধারণ যার সাহায্য সহযোগিতায় দেশে বিদেশে আজও সবাই কৃতজ্ঞ,
তাইতো ভাইয়ের ভালোবাসায় ১৩আসনের জনগণ আজও ঐক্যবদ্ধ।।
তাই যার হাতের ছোঁয়ায় উন্নয়নের বাতাস বইছে প্রতিটি এলাকার মহল্লায়,
আজকে এসেছে মুখরিত সেই দিন পড়িয়ে দিতে চাই হাজার মালা গলায়।।
তাই দেশে বিদেশে সাহায্যের শান্তনায় যুক্তি বুদ্ধির শোধ করতে পারিনি ঋণ,
আসছে ৭ই জানুয়ারী ঐ সংসদ নির্বাচনের আজকের এই সেই দিন।।
অসাধারণ অপ্রতিরোধ্য বঙ্গবন্ধুর ফুলের বাগানে ফুটেছিলে হয়ে ফুল,
বঙ্গবন্ধুর ন্যায়নিতির আদর্শ থেকে আজও পিছু হটনি তুমি এক চুল।।
প্রধানমন্ত্রীর নির্দেশে দেশেগুরুত্বপূর্ণ কাজে দেখিয়েছেন অপূর্ব চমক,
দেশটিতে নীরবে কাজ করেছেন বীর মুক্তি যোদ্ধা জাহাঙ্গীর কবির নানক।।