নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও জামিন নামঞ্জুরে গভীয় উদ্বেগ জানিয়েছে ভারত।
আজ ২৬ নভেম্বর ২০২৪ রোজ মঙ্গলবার ভারতের দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে চিন্ময়কে গ্রেপ্তারে ঘটনার পর বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর একাদিক হামলার ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করা হয়ছে।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি চুরি, ভাঙচুর এবং প্রতিমা ও মন্দিরের অপবিত্রতার একাধিক ঘটনা ঘটেছে।
আমরা বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই, তারা যেন হিন্দুসহ সকল সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিত করে।