মোঃ ইব্রাহিম হোসেনঃ মোঃ ইব্রাহিম হোসেনঃ রাজধানী মোহাম্মদপুর চন্দ্রিমা মডেল টাউনে, চন্দ্রিমা বেলায়েত হুসেন প্রিপারেটরি স্কুল এন্ড কলেজের উৎসবমুখর বার্ষিক ক্লাস পার্টি ও সিলিকন সিটি আলকা পার্ক এন্ড রিসোর্টে বার্ষিক বনভোজন ২৭ নভেম্বর ২০২৪ রোজ বুধবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
চন্দ্রিমা বেলায়েত হুসেন প্রিপারেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ বেলায়েত হুসেন এর সভাপতিত্বে প্রাণবন্ত এই অনুষ্ঠানে অংশ নেন স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মোকলেছুর রহমান (লিটন মাস্টার), স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে অধ্যক্ষ মোঃ বেলায়েত হুসেন বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যত। শিক্ষার্থীদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ায় অংশগ্রহণ করতে হবে। তিনি শিক্ষকদের উদ্দেশ্য বলেন, একজন শিক্ষকই পারে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলতে। শেখানোর পূর্বশর্ত হল আগে নিজেকে শিখতে হবে।