কবিতায় : নাঈমুর রহমান জাদু
জিয়ার সৈনিক, তুমি শক্তি এক অবিনাশ,
তোমার রক্তে মিশেছে দেশপ্রেমের আশ।
মুক্তির মশাল হাতে তুলে নিলে যুদ্ধে,
সত্যের সৈনিক তুমি, এগিয়ে চলো ক্রুদ্ধে।
বুকের গভীরে জ্বলছে দেশের ভালোবাসা,
তোমার প্রত্যেক পদক্ষেপে বিজয়ের আশা।
হাতে অস্ত্র, মনে দৃঢ় সংকল্পের আলোক,
স্বাধীনতার সৈনিক তুমি, অমর এক শপথ।
নামবো আজ যুদ্ধে, তবু থাকবে সজীব,
জিয়ার সৈনিক তুমি, অবিচল, অদম্য, অনিন্দ্য নির্বিব।
দেশের তরে জীবন, এটাই তোমার পরিচয়,
তুমি ইতিহাসের মাইলফলক, বীরত্বের জয়!