স্টাফ পিরোর্টারঃ রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা এক হত্যাচেষ্টা মামলায় ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভাকে ২ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান সোমবার এই আদেশ দেন।
এদিন রিমান্ড শুনানি জন্য নিষিদ্ধ সংগঠনটির এই নেত্রীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবির এসআই মোহাম্মদ মাসুদ সরদার। আসামিপক্ষের আইনজীবী আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ডের আদেশ দেয়।
রোববার রাতে রাজধানী থেকে তামান্না জেসমিন রিভাকে গ্রেফতারের কথা জানান ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। জুলাইয়ের ছাত্র আন্দোলনে ক্যাম্পাস ছেড়ে আত্মগোপনে চলে যান রিভা। এরপর তাকে আর জনসম্মুখে দেখা যায়নি। সরকার বদলের চার মাসের বেশি সময় পর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের হয়ে রাজনৈতিক তৎপরতার’ অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ। নানা সময়ে ‘বিতর্কিত কর্মকাণ্ডের’ জন্য আলোচিত রিভা ইডেন কলেজের মার্কেটিং বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
এর আগে শনিবার রাতে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নিশীতা ইকবাল নদীকে গ্রেফতার করে ডিবি। পরে কলাবাগান থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রোববার আদালতে হাজির করে দুইদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে সন্ত্রাসী কাজে জড়িত থাকার অভিযোগে ২৩ অক্টোবর ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।